আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
গত ৪ জানুয়ারি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক বৈঠকে এই অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন জেলাকে এই ব্যাপারে অবগত করা হয়েছে। সূত্রের খবর, অ্যাপের কাজ অনেকটাই হয়ে গিয়েছে। ব্লকে চালুর আগে ‘ট্রায়াল রান’ করে কার্যকারিতা দেখে নেওয়া হবে। তারপরই নদীয়ার ওই ব্লকের বাসিন্দাদের জন্য অ্যাপটির সূচনা হবে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এই ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের ৬৭টি গ্রামের মোট ৪৬ হাজার ৭৫৩টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। এই ব্লকে অ্যাপটি মানুষের সমস্যা নিরসনে কার্যকরী হলে ধাপে ধাপে গোটা রাজ্যেই তা চালু করা হবে বলে জানা গিয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, যে কেউ বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এর মাধ্যমে কর্তৃপক্ষকে কিছু জানাতে গেলে সংশ্লিষ্ট নাগরিকের আধার ও ফোন নম্বর যাচাই করা হবে। তারপরই তাঁর দেওয়া বার্তা বা অভিযোগ নথিভুক্ত হবে। ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় সমস্যার সমাধান করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। গোটা প্রক্রিয়ায় নজরদারি চালাবেন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। কতটা সুবিধা হবে বাসিন্দাদের? দপ্তরের দাবি, কোনও প্রয়োজনে আর এদিক-ওদিক ছুটতে হবে না। ঘরে বসে মোবাইল হাতে নিয়ে অ্যাপে একটি বার্তা পাঠিয়ে দিলেই হবে।