আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
আধিকারিক জয়ন্ত শুকুল বলেন, ‘১৪ বছরের এক নাবালককে এখানে প্রাথমিক চিকিৎসা করে ডায়মন্ডহারবারে পাঠানো হয়েছে। বিভিন্ন শারীরিক পরীক্ষা হয়েছে তার। সে এখন সুস্থ আছে।’ এছাড়াও সাগরে যাওয়ার পথে এক সন্ন্যাসী রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ডায়মন্ডহারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুরু করা সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন চিকিৎসকরা।
শুক্রবার সূচনা হয়েছে গঙ্গাসাগর মেলার। জেলাশাসক সমিত গুপ্তা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলাকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। খাদ্যসুরক্ষা সংক্রান্ত অনুষ্ঠান থেকে শুরু করে প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগর মেলার কর্মসূচিও পালন করা হয়।