আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুব্রত। বর্ষবরণ উপলক্ষ্যে স্থানীয় মাঠে গানের অনুষ্ঠান চলছিল। ভোররাতে বাড়ির লোকজন খবর পান সুব্রত জখম হয়েছেন। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। অসুস্থতা বাড়লে ১ জানুয়ারি সকালে আর জি কর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের হওয়ার পরই সুব্রতর বন্ধু সবুজকে গ্রেপ্তার করে পুলিস। সুবজের বিরুদ্ধে এর আগেও মারধরের অভিযোগ রয়েছে।
কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, সুব্রতর মাথায় আঘাত ছিল। তদন্তে পুলিস জানতে পেরেছে, ঘটনার দিন সুবজ সহ অন্যান্যদের সঙ্গে বসেই খাওয়া দাওয়া করেছে সুব্রত। সেই সময় কথা কাটাকাটি হয়। তখন সুব্রতকে বেধড়ক মারধর করা হয়। তার জেরে মাঠেই আছড়ে পড়েন তিনি। তখনই মাথায় গুরুতর চোট লাগে। মাঠে যেখানে রক্ত পড়েছিল, অভিযুক্তরা জল দিয়ে তা ধুয়ে দিয়েছিল বলে অভিযোগ। তারাই সুব্রতকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিল। তাই পরিবারের লোকজন প্রথমে বুঝতে পারেননি, এটি দুর্ঘটনা নাকি খুন!