নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চালানোর জন্য রাজ্যপালের অনুমোদন মিলেছে। শনিবার বিচারভবনের বিশেষ আদালতে এমনটাই দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের বক্তব্য, সম্প্রতি ওই অনুমোদন মিলেছে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের কৌঁসুলি বিপ্লব গোস্বামী এদিন বলেন, কাজটি একেবারেই আইনসিদ্ধ হয়নি। আমরা এই বিষয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে কোর্টের কাছে শুনানির জন্য আর্জি জানাবো। এদিকে, এদিন প্রশাসনিক মহলের দাবি, এক্ষেত্রে রাজ্যপাল বা রাজ্য সরকার– কারও অনুমোদন প্রয়োজন হয় না। সব মিলিয়ে বিষয়টি নিয়ে একটি জটিলতার সৃষ্টি হয়েছে বলে আইনজীবীদের একাংশের বক্তব্য।
অন্যদিকে, এই মামলায় সিবিআই সম্প্রতি চারজনের নামে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, এদিন আদালত তা আইনসিদ্ধ বলে গ্রহণ করেছে। একথা জানান এক ধৃতের আইনজীবী সোমনাথ সান্ন্যাল। এছাড়া এদিন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন বিচারক। তাঁর আইনজীবী বলেন, এখন তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে আইসিসিইউতে ভর্তি। বিচারক ১৮ জানুয়ারি অভিযুক্তদের হাজির হওয়ার নির্দেশ দেন।