সংবাদদাতা, কাকদ্বীপ : ৬ জানুয়ারি বঙ্গোপসাগরের মোহনায় গঙ্গাসাগরে পৌঁছবেন বাংলাদেশে আটক থাকা ৯৫ ভারতীয় মৎস্যজীবী। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের স্বাগত জানাবেন। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শনিবার সকালে কাকদ্বীপ থেকে ১২ বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া বন্দরে নিয়ে যাওয়া হয়। তাঁদের ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বাকি ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে ওড়িশার পারাদ্বীপ থেকে হলদিয়ায় নিয়ে আসা হচ্ছে। এরপর মোট ৯০ বাংলাদেশিকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় নিয়ে যাওয়া হবে। অন্যদিকে, বাংলাদেশ থেকে মুক্তি দেওয়া হয়েছে ভারতীয় ৯৫ মৎস্যজীবীকে। তাঁদেরও এদিন বাংলাদেশের একটি বন্দরে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। ৫ জানুয়ারি তাঁদের আন্তর্জাতিক জল সীমানায় নিয়ে আসা হবে। এরপরই দু’দেশের উপকূলরক্ষী বাহিনী পরস্পরকে হস্তান্তর করবে।
ইতিমধ্যেই ৯৫ ভারতীয় মৎস্যজীবীকে বাংলাদেশের বন্দরে নিয়ে আসার ভিডিও তাঁদের পরিবারের কাছে এসে পৌঁছেছে। তারপর খুশির হাওয়া বইতে শুরু করেছে মৎস্যজীবী মহলে। বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীর দাদা জিতেন্দ্র দাস বলেন, ‘চিন্তায় ছিলাম। ৬ জানুয়ারি ভাই ঘরে ফিরবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই।’ কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, ‘দু’দেশের মৎস্যজীবীদের আন্তর্জাতিক জল সীমানায় হস্তান্তর করা হবে। উপকূলরক্ষী বাহিনী সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন।’ -ফাইল চিত্র