অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ। ... বিশদ
পুলিস সূত্রে খবর, রাজ্য সরকারের ৬টি দপ্তরের চেক ক্লোন করা হয়েছিল। বিভিন্ন সময় সেই চেক ভাঙিয়ে টাকাও তোলা হয়েছে। জানা গিয়েছে, দিন কয়েক আগে উত্তর কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নিজের অ্যাকাউন্ট থেকেই টাকা তুলতে গিয়েছিল ওয়াসিম। তখনই তার নিজের চেক দেখেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিসে খবর দেওয়া হয় ব্যাঙ্কের তরফে। পুলিস তদন্তে নেমে দেখে, এর শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। গ্রেপ্তার করা হয় ওয়াসিমকে। কীভাবে কোনও সরকারি দপ্তরের সই সহ চেক ক্লোন করা হল, সেটাই খতিয়ে দেখছে পুলিস। এর আগে যখনই কোনও ব্যাঙ্ক থেকে সেই চেক ভাঙানো হয়েছে তখন কারও সন্দেহ হয়নি কেন, সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিস। এমনকী সরকারি দপ্তর থেকে টাকা চলে যাওয়ার বিষয়টি কীভাবে এড়িয়ে গেল, সেই বিষয়টিও দেখছে পুলিস।