প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
গত জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় সোনার উপর আমদানি শুল্ক এক ধাক্কায় ৯ শতাংশ কমানো হয়েছিল। তা নামিয়ে আনা হয়েছিল ৬ শতাংশে। ঊর্ধ্বমুখী সোনার দামে লাগাম দিতে সরকারের সেই পদক্ষেপে ফল মিলেছিল হাতেনাতে। দু’-একদিনের মধ্যে এক ধাক্কায় ১০ গ্রাম পিছু সোনার দাম পাঁচ হাজার টাকারও বেশি নেমেছিল। তারপর অবশ্য আন্তর্জাতিক পরিস্থিতির চাপে হলুদ ধাতুর দর অনেকটাই বেড়ে যায়।
এবারও কি সরকার আমদানি শুল্ক আরও একটু কমাবে? বিশেষজ্ঞরা অবশ্য তেমন আশা খুব একটা করছেন না। তার অন্যতম কারণ, যে উদ্দেশ্যে সরকার শুল্ক কমিয়েছিল, তা পূরণ হয়নি। কারণ, সরকার আশা করেছিল, শুল্ক কমিয়ে সোনা আমদানি বাড়ালে গয়না রপ্তানি বাড়বে। কারণ, প্রতিযোগিতার বাজারে দামের দিক থেকে সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে ভারত। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। রপ্তানি বাড়েনি। কিন্তু
সোনার আমদানি বেড়েছে অনেকটাই। তাই সরকার নতুন করে শুল্ক কমানোর পথে নাও হাঁটতে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদের। বরং স্বর্ণশিল্প মহলের দাবি, সোনার উপর যে ৩ শতাংশ জিএসটি চালু আছে, তা কমানো হোক। তাতে দামে অন্তত কিছুটা সামাল দেওয়া যাবে। এখন নির্মলা সীতারামন কী পদক্ষেপ গ্রহণ করেন, সেই দিকেই তাকিয়ে থাকবেন সবাই।