প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকায়। গৃহবধূর স্বামী কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে স্থানীয় দুই যুবক তাঁর বাড়ির গেট ভেঙে ঘরে ঢোকে। এরপর মুখে কাপড় গুঁজে ছয় বছরের ছেলের সামনেই গৃহবধূকে ধর্ষণ করে ওই দুই যুবক। যাওয়ার সময় দু’হাজার টাকা নির্যাতিতার দিকে ছুড়ে দিয়ে বিষয়টি চেপে যাওয়ার কথা বলে যায় তারা। ‘ঘটনার কথা চাউর হলে পরিণাম ভালো হবে না’ বলে তারা শাসিয়েও যায়। গৃহবধূ চিৎকার করলে অভিযুক্তরা চম্পট দেয়। ঘটনার পরদিন ক্যানিং থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিস অভিযুক্ত যুবকদের গ্রেপ্তার করে। নির্যাতিতা গৃহবধূ বিচারকের কাছে ‘গোপন জবানবন্দি’ পেশ করেন। তদন্ত শেষ করে পুলিস নির্দিষ্ট সময়ের মধ্যে আলিপুর আদালতে চার্জশিট পেশ করে। ধৃতদের বিরুদ্ধে চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। সাক্ষ্য দেন মোট ১৩ জন। বিচার চলাকালে আদালতে দুই যুবককে শনাক্ত করেন নির্যাতিতা। ঘটনার গুরুত্ব অনুধাবন করে জেল হেফাজতে রেখেই চলে ধৃতদের বিচার। সমস্ত সাক্ষ্য‑প্রমাণের ভিত্তিতে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক এদিন সাজা ঘোষণা করেন।