প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য রাজ্য স্বাস্থ্যদপ্তর এর আগে অনুমতি দিয়েছে। তারপর নিম্ন আদালতে শুনানির এক সপ্তাহের মধ্যেই চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠন করতে চাইছে সিবিআই। জেলবন্দি সন্দীপ ঘোষ দাবি করেছিলেন, তাঁকে আরও কিছুটা সময় দেওয়া হোক। সেই আর্জি খারিজ করেছেন বিচারপতি ঘোষ।
হাইকোর্টের নির্দেশের পর মাত্র তিনদিনে সিবিআই চার্জ গঠন করতে চাইছে বলে আশঙ্কা সন্দীপের আইনজীবীদের। এদিন বিচারপতি ঘোষের এজলাসে তাঁরা বলেন, ‘সিবিআইয়ের তরফে আমরা আগে কোনও নথি পাইনি। এখন বিশেষ আদালতের নির্দেশের পরে সেই নথি আমাদের দেওয়া হচ্ছে। তিনদিনের মধ্যে প্রায় ১০ হাজার পাতার নথি আমরা কীভাবে যাচাই করব?’
এই বক্তব্য শোনার পরও সময়সীমা বৃদ্ধির আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, ‘অনেক দেরিতে অনুমতি দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে কীভাবে এত লেখা পড়া সম্ভব, সেটা আপনারা দেখুন। আমি কিছু শুনব না। আপনারা অনেক কস্টলি কাউন্সিল। অনুমতি নভেম্বরে মিললে এই সমস্যায় আপনাদের পড়তে হতো না।’
এদিকে, এই মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত অনুমতি মেলার কথা নিম্ন আদালতকে না জানিয়ে কেন আগে তা হাইকোর্টকে জানানো হল, তা নিয়ে আলিপুর বিশেষ আদালতে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই। তাদের শো-কজ করেন বিচারক। এদিন তার জবাব দিয়ে সিবিআই জানিয়েছে, বিষয়টি পর্যবেক্ষণের জন্য তারা কিছুটা সময় নিয়েছিল।
অন্যদিকে, এদিন চার্জশিটের প্রতিলিপি দেওয়ার কথা থাকলেও অভিযুক্ত পক্ষকে তা দেওয়া হয়নি। শনিবার সেটি দেওয়া হবে বলে সূত্রের খবর।