পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
বনহুগলির বনরিনি আবাসনের বাসিন্দা সুপর্ণা ভট্টাচার্য। দুপুরে আবাসনের ভিতরেই তাঁর উপর হামলা হয়। তখন তিনি নিজের ফ্ল্যাটে যাচ্ছিলেন। আচমকাই পিছন থেকে বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর গলার সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আক্রান্ত মহিলা বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমার সঙ্গে এক প্রতিবেশী ছিলেন। পিছন দিক থেকে সোনার চেন টেনে ধরতেই আমি ওই দুষ্কৃতীর জামার কলার চেপে ধরি। এরপর চিৎকার করতে থাকি। প্রতিবেশী মহিলা এগিয়ে এলে ওই দুষ্কৃতী আমাকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি মাটিতে লুটিয়ে পড়ি। অন্যরা কেউ কিছু করার আগেই দুষ্কৃতীরা বাইকে করে পালিয়ে যায়। আমার পায়ে, হাঁটু ও হাতে গুরুতর চোট লেগেছে। তবে সোনার চেন ওরা নিতে পারেনি। কিন্তু দিনের আলোয় আবাসনের মধ্যে এই ঘটনা! কিছুতেই যেন বিশ্বাস করতে পারছি না! আবাসনের ভিতরেই যদি দুষ্কৃতীরা এভাবে ছিনতাইয়ের চেষ্টা করে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?