পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
শুক্রবার সকালে লোকালয় সংলগ্ন জঙ্গলে জোয়ারের জল ঢুকে পড়ায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল বাঘের পায়ের ছাপ। ফলে অবস্থান খুঁজতে কালঘাম ছুটেছিল বনদপ্তরের। শনিবার জোয়ারের জল জঙ্গলে না ঢোকায় তল্লাশি চালাতে সুবিধা হয়। টাইগার কুইক রেসপন্স টিমের কর্মীরা জঙ্গলের অন্য দিকে পায়ের ছাপ দেখতে পান। তা পর্যবেক্ষণ করে কয়েক ঘণ্টা তল্লাশি চলে। মাগরি নদীর অন্য পাড়ে চরে থাকা পায়ের ছাপ মিলিয়ে দেখা হয়। সবশেষে বোঝা যায়, বাঘ লোকালয় সংলগ্ন জঙ্গলে নেই। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের এক আধিকারিক বলেন, ‘বাঘ নিজেই নদী পেরিয়ে গভীর রাতে জঙ্গলে ফিরে গিয়েছে। তা স্পষ্ট হয়েছে পায়ের ছাপ পর্যবেক্ষণ করে।’ বাঘ না থাকায় বনকর্মীরা স্টিলের জাল গুটিয়ে নেন।
তবে মৈপীঠের কিশোরীমোহনপুর, হালদারঘেরি, পয়লারঘেরি, গুড়গুড়িয়া, কুলতলির দেউলবাড়িতে বাঘ এসেছে শনিবার বলে দিনভর গুজব ছড়ায়। বনকর্মীরা গুজবে বিরক্ত। এক আধিকারিক বলেন, ‘এত গুজব ছড়াচ্ছে। বাঘের আগমনের খবর সঠিক হলে বনকর্মীরা ঘটনাস্থলে যাবেন। ব্যবস্থা নেওয়াও হবে। আতঙ্কের কোনও কারণ নেই।’