একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
জানা গিয়েছে, পেশায় গ্রামীণ চিকিৎসক বিকাশ মাহাতো স্ত্রীকে নিয়ে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক আত্মীয়ের পারলৌকিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সকাল ১১টা নাগাদ নিমদিঘি মোড়ের কাছে পিছন দিক থেকে আসা একটি ডাম্পার বাইকে ধাক্কা দেয়। দু’জনে রাস্তায় ছিটকে পড়েন। ডাম্পারটি বধূর দেহের উপর দিয়ে চলে যায়। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লীলাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা নিমদিঘি মোড়ে উড়ালপুলের দাবি জানাতে থাকে। কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পরে পুলিস পরিস্থিতি স্বাভাবিক করে।