একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে বাইকে করে ওই দোকানে আসে দীপঙ্কর। দোকানে সেই সময়ে উপস্থিত ছিলেন মালিক এবং এক কর্মচারী। দীপঙ্কর দোকানে প্রবেশ করেই ধারাল ছুরি বের করে তাঁদের হুমকি দেয় এবং লুটের চেষ্টা করে। এরপরই তাকে বাধা দিতে যান দোকানের কর্মচারী। তখনই দীপঙ্কর ছুরিটি দিয়ে দোকানের মালিকের গলায় পর পর কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। কর্মচারীটির চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের স্থানীয়রা। তাঁদের হাতেই ধরা পড়ে যায় দীপঙ্কর। পরে পূর্ব যাদবপুর থানার পুলিস তাকে গ্রেপ্তার করে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেও দীপঙ্কর ওই দোকানে এসেছিল। তখন থেকেই সে সেখানে ডাকাতির পরিকল্পনা করে।