একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
পুলিস সূত্রে খবর, জেরায় কসবা কাণ্ডের মূলচক্রী গুলজারের দাবি করেছে, গত পাঁচ মাস ধরে বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা চলছিল। এমনকী তাঁকে হত্যা করতে গত ৫ মাসে তিনবার যাবতীয় প্ল্যানিংও করা হয়েছিল। প্রথম হামলার ছক কষা হয়েছিল জুলাই মাসে। বিহার থেকে শহরে এক শুটারও চলে এসেছিল। কিন্তু সেই প্ল্যানিং ভেস্তে যায়। এরপর দ্বিতীয় হামলার পরিকল্পনা ছিল পুজোর সময়। ভাসানের দিন ভিড়ের মধ্যে গুলি চালিয়ে সুশান্তকে খুনের ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু তখন অল্পের জন্য বেঁচে যান সুকান্ত।
পাশাপাশি, পুলিসি জেরায় জানা গিয়েছে, কসবা কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দু’দিন আগে শহরে আনা হয়েছিল। ইকবাল ওরফে আফরোজ মারফত বিহার থেকে কলকাতায় ওই অস্ত্র ঢুকেছে বলে জেরায় দাবি করেছে ধৃত। ঘটনার আরও কোনও সূত্র জেরা মারফত উঠে আসে কিনা সেদিকে কড়া নজর রাখছে পুলিস।