একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
উত্তরপাড়া স্টেশন থেকে ডানকুনি পর্যন্ত টি এন মুখার্জি রোডের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তায় শেষ কবে পিচের প্রলেপ পড়েছিল, মনে করতে পারছেন না স্থানীয়রা। বিশেষ করে বোঁদের বিলের আগে থেকে দিল্লি রোড পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াবহ। রাস্তার দু’দিকে সারিবদ্ধভাবে ট্রাক দাঁড়িয়ে থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে রয়েছে। মাখলা ও ডানকুনি থেকে দিনের ব্যস্ত সময়ে এই রাস্তা ধরে প্রচুর মানুষ হাওড়াগামী ট্রেন ধরতে উত্তরপাড়ায় আসেন। পাশাপাশি, বহু ব্যবসায়ী দোকানের মালপত্র নিয়ে যেতে স্টেশন থেকে এই রাস্তাই ধরেন। কয়েক মাস ধরে প্রাণের ঝুঁকি নিয়েই যাত্রী পরিষেবা দিয়ে যাচ্ছিল টোটো ও অটো। গত মঙ্গলবার থেকে এই রুটে অটো চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শনিবার রাস্তা সংস্কারের দাবি তুলে টোটো চালানোও বন্ধ করে দেন চালকরা। এদিন দুপুরে টোটোচালক, অটোচালক, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী— চারটি পক্ষই বচসায় জড়িয়ে পড়ে। অটোচালকদের একাংশের দাবি, এই রাস্তায় যাত্রী নিয়ে কয়েকটা ট্রিপের পরই অটোর যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। এভাবে অটো চালানো সম্ভব নয়। টোটোচালকদের দাবি, নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় অটোচালকদের সঙ্গে মাঝেমধ্যেই ঝামেলা হচ্ছে। সুষ্ঠু সমাধান প্রয়োজন। ভুক্তভোগী ব্যবসায়ী ও নিত্যযাত্রীরা অভিযোগের সুরে বলেন, ‘পাঁচ দিন পরেও রাস্তার সংস্কার কিংবা সমস্যা সমাধানের ব্যাপারে কোনও হেলদোল নেই প্রশাসনের। আর এই সুযোগে ভাড়া বাড়িয়ে নেওয়ার জন্য কায়দা করে টোটো ও অটো বন্ধ করে রাখা হয়েছে।’ কবে রাস্তার সংস্কার হবে? উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘রাস্তা সারাই নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এই বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। অবশ্যই স্থায়ী সমাধান খুঁজতে হবে।’