বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

প্রভাবশালী রাষ্ট্র? প্রথম দশে নেই ‘বিশ্বগুরু’ মোদির ভারত

নয়াদিল্লি: নরেন্দ্র মোদিই ‘বিশ্বগুরু’। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ থামানোর কথা বলতে পারেন এবং ইজরায়েলকেও গাজা নিয়ে পরামর্শ দিতে পারেন। রাষ্ট্রনেতা হিসেবে তাঁর প্রভাব এতটাই যে, পৃথিবীর সব দেশ তাঁকে কুর্নিশ করেন। এই প্রচার গত দশ বছর ধরে শুনে এসেছে ভারত। এমনকী সংসদে দাঁড়িয়েও তাঁরই মন্ত্রিসভার সদস্য নরেন্দ্র মোদিই প্রকৃত বিশ্বগুরু বলে টেবল চাপড়েছেন। অথচ, এহেন ‘বিশ্বগুরু’ মোদি এবং তাঁর ভারতই কি না প্রভাবশালী রাষ্ট্রের তালিকায় প্রথম দশে আসে না? ফোর্বস প্রকাশিত এমনই তালিকায় দেখা যাচ্ছে, ভারতের স্থান দ্বাদশ। প্রথম স্থানে যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম দশে চীন, ব্রিটেন, জাপান, সৌদি আরব, ইজরায়েল, দক্ষিণ কোরিয়া থাকলেও ভারত নেই কেন? বিশ্বের চতুর্থ বৃহৎ সেনাশক্তি, পঞ্চম বৃহৎ অর্থনীতি ভারতের। স্বাভাবিক নিয়মেই তো প্রভাবশালী রাষ্ট্রের তালিকায় জায়গা হয়ে যাওয়া উচিত ছিল! হল না কেন?
ফোর্বসের বক্তব্য, শুধুমাত্র জিডিপি কিংবা জনসংখ্যার ভিত্তিতে এই তালিকা তৈরি হয় না। এমনকী কেবলমাত্র সেনাশক্তির হিসেবেও প্রভাবশালী রাষ্ট্রের মাত্রা স্থির হয় না। ক্ষমতাবান নেতা, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, শক্তিশালী আন্তর্জাতিক জোট গঠন ও সামরিক শক্তি—এই পাঁচটি মাপকাঠির উপর নির্ভর করে তালিকা তৈরি হয়েছে। তাহলে কি এই ক্ষেত্রগুলিতে বিজেপির ‘বিশ্বগুরু’ প্রচার নিয়ে সংশয় রয়েছে? বিরোধীরা বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামেনি, ভারত রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পায়নি এবং টাকার বিনিময়মূল্যও ডলারের নিরিখে ধরাছোঁয়ার বাইরে। তার মানে কি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের রাজনৈতিক এবং নেতৃত্বের প্রভাব প্রতিষ্ঠিত হল? এই প্রশ্নেরই উত্তর হয়তো মিলছে ফোর্বসের তালিকায়। কিছুদিন আগেই হেনলি পাসপোর্ট ইনডেক্সে ধাক্কা খেয়েছে ভারত। পিছিয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকাতেও। গত বছরের তুলনায় পাঁচ ধাপ পিছিয়ে জায়গা হয়েছে ৮৫ নম্বরে। এগুলি কীসের ইঙ্গিত? বিশেষজ্ঞ মহলের বক্তব্য, প্রভাবশালী নেতৃত্ব কোনও দেশের আর্থিক বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা নেয়। সেই রাষ্ট্রনেতার হাত ধরে মজবুত হয় বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক। আর জনসংখ্যা বেশি মানেই কর্মক্ষমতা বেশি, অবশ্যই যদি তাকে সঠিকভাবে কাজে লাগানো যায়। এই পরিস্থিতি দেশের আর্থিক বিকাশের সহায়ক হয়ে ওঠে। তবে শুধু সংখ্যাই নয়, জনগোষ্ঠীর আর্থিক সামর্থ্য এবং শিক্ষাও দেশের উন্নতির পক্ষে সহায়ক। এই সব নিরিখেই তালিকায় পয়লা নম্বর দেশ আমেরিকা। তাদের জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলারের। জনসংখ্যা ৩৪.৫ কোটি। ১৪১.৯০ কোটি জনসংখ্যার দেশ চীন দ্বিতীয়। জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলারের। আর তৃতীয় স্থানে রাশিয়া (জনসংখ্যা ১৪.৪ কোটি, জিডিপি ২ ট্রিলিয়ন ডলারের)। এবং আন্তর্জাতিক রাজনীতিতে এই তিন দেশের প্রভাব? সংশয়ের বাইরে। তাহলে প্রকৃত বিশ্বগুরু কে? উত্তর ফোর্বসের তালিকায়।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা