দেশ

ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস

আগরতলা, ১৭ অক্টোবর: ফের রেল দুর্ঘটনা। আজ, বৃহস্পতিবার লাইনচ্যুত হল লোকমান্য তিলক এক্সপ্রেস। লাইনচ্যুত হয়েছে আটটি বগি। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এদিন দুপুর ৩টে ৫৫ মিনিটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আজ দুপুরে ১২৫২০ তিলক এক্সপ্রেসটি আগরতলা ছেড়ে গন্তব্যের দিকে এগোচ্ছিল। সেই সময়ে লুমডিংয়ের ডিবালং স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। রেলের তরফে জানানো হয়েছে, লুমডিং ও বদরপুর হিল সেকশনের মাঝেই দুর্ঘটনাটি ঘটে। ইঞ্জিন, পাওয়ার কার-সহ ট্রেনটির মোট ৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পূর্ণাঙ্গ তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় রিলিফ ট্রেন। যায় মেডিক্যাল টিমও। ইতিমধ্যেই সেখানে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও। আপাতত লুমডিং-বদরপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বরও চালু করেছে রেল। এগুলি হল- ০৩৬৭৪২৬৩১২০ এবং ০৩৬৭৪২৬৩১২৬। উত্তর-পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানান, লামডিং থেকে ৩০ কিলোমিটার দূরে ডিবালং এলাকায় ট্রেনটি বেলাইন হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এক্স হ্যান্ডেলে লেখেন, লোকমান্য তিলক এক্সপ্রেসের সকলে নিরাপদে রয়েছেন এটা জেনে অত্যন্ত স্বস্তি লাগছে। ট্রেনের কয়েকটি বগি বেলাইন হয়ে গিয়েছিল। তবে গতি কম থাকার জন্য বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। বিষয়টির উপর নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা