দেশ

অনলাইন গেমিং ব্যবসায় তিন লক্ষ কর্মসংস্থানের আশা দেশে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী পাঁচবছরে দেশে প্রায় তিন লক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দেবে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। ২০২৮ সালের মধ্যে দ্বিগুণ হবে এই ব্যবসা। তা ছুঁতে পারে ৬৬ হাজার কোটি টাকা। একটি রিপোর্টে এমনটাই দাবি করেছে শিল্প উপদেষ্টা সংস্থা পিডব্লুসি। তাদের বক্তব্য, এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে বেশকিছু প্রশাসনিক সংস্কার জরুরি। রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে দেশে অনলাইন গেমিং সংস্থাগুলি মোট ব্যবসা করেছিল ৩৩ হাজার কোটি টাকার। সেই অঙ্ক দ্বিগুণ হবে ২০২৮ সালে। বার্ষিক বৃদ্ধির হার প্রায় ১৪.৫ শতাংশ। গোটা বিশ্বে যে হারে অনলাইন গেমিং ব্যবসা বাড়ছে, তার তুলনায় ভারতের বৃদ্ধির হার দ্বিগুণের কাছাকাছি, দাবি করা হয়েছে রিপোর্টে। কারণ, ২০২৩ সালে বিশ্বের গেমিং ব্যবসার পরিমাণ ছিল ৩৪ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। তা ২০২৮ সালে বেড়ে ৫০ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে পৌঁছতে পারে। সেক্ষেত্রে বৃদ্ধির হার ৮ শতাংশ। 
কেন অনলাইন গেমিং ব্যবসা বাড়ছে ভারতে? রিপোর্টটি বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের ৬০ কোটি মানুষের বয়স ৩৪ বছরের নীচে। মূলত এই বয়সিরাই গেমিংয়ে মাতেন। এদেশে ২০২৩ সালে মোবাইল গ্রাহকরা মাসে ২৪.১ জিবি ডেটা খরচ করেছেন। একবছরের মধ্যে ডেটা খরচ বৃদ্ধির হার ২৪ শতাংশ। এখানে তুলনামূলক কম খরচে ডেটা মেলায়, তা অনলাইন গেমিংয়ে সুবিধা করে দিচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে যেহেতু এই খেলার চাহিদা বাড়ছে, তাই স্টার্ট আপ সংস্থাগুলি গেম তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সেইমতো বিনিয়োগও আসছে। যেহেতু এটি প্রযুক্তিনির্ভর খেলা, তাই মেধাবী ছাত্রছাত্রীদের উপার্জনের অন্যতম মাধ্যম হচ্ছে গেম তৈরি, দাবি করা হয়েছে রিপোর্টে। কর্ণাটক বা তেলেঙ্গানার মতো রাজ্য ইতিমধ্যেই গেমিং পলিসি বা নীতি ঘোষণা করেছে, যার মাধ্যমে এই ব্যবসায় তারা বিনিয়োগ টানতে আগ্রহী। তবে রিপোর্ট বলছে, এদেশের গেমিং সংক্রান্ত প্রশাসনিক নিয়ম বা বিধির শিথিলতা, উচ্চ হারে জিএসটি, অনলাইন গেমিংয়ের নামে কিছু ক্ষেত্রে অবৈধভাবে জুয়ার ব্যবসা প্রভৃতি ক্ষতি করছে ব্যবসার। এগুলির সুষ্ঠু সমাধান এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। 
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা