দেশ

হারলেন দুষ্যন্ত সহ ৪ চৌতালা

চণ্ডীগড়: হরিয়ানার বিধানসভা ভোটের অন্যতম আকর্ষণ ছিল চৌতালাদের লড়াই। দুই শিবিরে বিভক্ত রাজ্য রাজনীতির এই প্রভাবশালী পরিবারের হয়ে এবার ময়দানে নেমেছিলেন মোট ছ’জন। এরমধ্যে লক্ষ্যভেদ করলেন আদিত্য ও অর্জুন চৌতালা। সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো। ভোটে জিতে বংশের মুখরক্ষা করলেন দু’জন। বাকি চারজনই ব্যর্থ। এমনকী ১০ জন বিধায়ক নিয়ে গতবারের ‘কিং মেকার’ দুষ্যন্ত চৌতালা এবার নিজেও জিততে পারেননি। ভরাডুবি হয়েছে তাঁর দল জেজেপিরও। খাতাই খুলতে পারল না তারা।
চৌতালা পরিবারের সদস্যদের চারজন এবার দাঁড়িয়েছিলেন আইএনএলডির হয়ে। তাঁদের মধ্যে জয়ী মাত্র দু’জন। দলের মোট বিধায়ক সংখ্যাও থমকে গেল সেখানে। অর্জুন চৌতালা জিতেছেন রানিয়া আসনে। আর তাঁর দূর সম্পর্কের কাকা আদিত্য দেবীলাল চৌতালা ডাবওয়ালি আসনে জয়ী হয়েছেন। তাও মাত্র ৬১০ ভোটের ব্যবধানে। যদিও অর্জুনের বাবা অভয় চৌতালা এল্লানাবাদ আসনে কংগ্রেস প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন। আর ফতেহবাদ থেকে জিততে পারেননি রবি চৌতালার স্ত্রী সুনয়না চৌতালাও।
একইভাবে পরাজয়ের মুখ দেখেছেন চৌতালা পরিবারের আরও দুই জন। আইএনএলডি ভেঙে ২০১৮ সালের ডিসেম্বরে জেজেপি গঠন করেছিলেন দুষ্যন্ত চৌতালা। দুষ্যন্ত ছিলেন গত সরকারের উপ মুখ্যমন্ত্রী। এবার উচানা কালান আসন থেকে ভাগ্য পরীক্ষায় নেমেছিলেন তিনি। কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে। ডাবওয়ালি আসনে হেরেছেন তাঁর ভাই দিগ্বিজয় সিং চৌতালা।
এদিকে, এবারে ভোটে কার্যত ধুয়ে মুছে গেল দুষ্যন্ত চৌতালার দল জেজেপি। ২০১৯ সালে ১০ বিধায়ক নিয়ে বিজেপির সঙ্গে জোট সরকারে উপ মুখ্যমন্ত্রী হয়েছিলেন দুষ্যন্ত। কিন্তু ভোটের আগেই সরকার থেকে বেরিয়ে আসে জেজেপি। এবার ৭৮টি আসনে লড়াই করেছিল তারা। কিন্তু শূন্য হাতে ফিরতে হল দুষ্যন্ত চৌতালা ও তাঁর দলকে। এরফলে আত্মপ্রকাশের মাত্র পাঁচ বছরের মধ্যে কার্যত অস্তিত্ব সঙ্কটের মুখে জেজেপি। 
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা