দেশ

জম্মুর হিন্দু সংখ্যাগরিষ্ঠ দুই আসনে ধাক্কা বিজেপির, পরাস্ত সভাপতিও

শ্রীনগর: জম্মুর হিন্দু সংখ্যাগরিষ্ঠ দুই কেন্দ্রে ধাক্কা খেল বিজেপি। হারলেন স্বয়ং জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতিও। জাতীয়তাবাদ ও হিন্দুত্ব— এই দু’অস্ত্রে শান দিয়েই জম্মু ও কাশ্মীর জয়ে ঝাঁপিয়েছিল গেরুয়া শিবির। প্রচারের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বক্তব্যে স্পষ্টতই সে ইঙ্গিত ছিল। মঙ্গলবার ফলপ্রকাশের পর দেখা গেল, ওই অস্ত্র ভোঁতা হয়েছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বানি ও রামবান আসনে। বানিতে নির্দল প্রার্থী রামেশ্বর সিং বিজেপির জেওয়ান লালকে পরাস্ত করেছেন ১৮ হাজার ৬৭২ ভোটে। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন জেওয়ান লাল। আবার রামবান আসনে জয়ী ফারুখ আবদুল্লার দল ন্যাশানাল কনফারেন্সের (এনসি) প্রার্থী অর্জুন সিং রাজু।  ৮ হাজার ৮৮৬ ভোটে নির্দল প্রার্থী তথা বিক্ষুব্ধ বিজেপি নেতা সূরজ সিং পারিহার পরাজিত হয়েছেন। বিজেপির প্রার্থী রাকেশ সিং হেরেছেন প্রায় ১৭ হাজার ভোটে।
অন্যদিকে, পরাস্ত হয়েছেন জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি রবীন্দ্র রায়নাও। রাজৌরি জেলার নওশেরা কেন্দ্রটি ধরে রাখতে পারেননি তিনি। এনসির সুরিন্দর চৌধুরীর কাছে ৭ হাজারের কিছু বেশি ভোটে হেরেছেন তিনি। তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠছে। আবার, জম্মুর কিস্তোয়ারে মাত্র ৫২১ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শাগুন পারিহার। প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল এনসির প্রার্থী সাজ্জিদ আহমেদ কিচলুর সঙ্গে। তবে শেষ হাসি হাসলেন ২৯ বছর বয়সি  শাগুন। গত ২৬ আগস্ট তাঁর নাম ঘোষণা করে বিজেপি। তার আগে পর্যন্ত বিধানসভা নির্বাচনে লড়ার কথা চিন্তা করেননি এই এমটেক ডিগ্রিধারী। বর্তমানে জম্মু ও কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর বাবা অজিত পারিহার ও তাঁর ভাই তথা তৎকালীন বিজেপি রাজ্য সম্পাদক অনিলকে তাঁদের বাড়ির কাছে খুন করে দুষ্কৃতীরা।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা