দেশ

তোশামের ‘গৃহযুদ্ধে’ শেষ হাসি বিজেপি প্রার্থী শ্রুতির

তোশাম: বীরেন্দ্র সেওয়াগের প্রচারও কাজে এল না। হরিয়ানার তোশাম বিধানসভা কেন্দ্রে তুতোভাইকে হারিয়ে শেষ হাসি হাসলেন বিজেপির শ্রুতি চৌধুরী। তাঁর হাত ধরেই প্রথমবার এই আসন দখল করল গেরুয়া শিবির। হরিয়ানার একাধিক বিধানসভা আসন সাক্ষী থেকেছে গৃহযুদ্ধের। তার মধ্যে ‘হাইভোল্টেজ’ তোশাম। কারণ, সম্মুখ সমরে নেমেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের দুই ছেলের পরিবার। বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন বড় ছেলে সুরেন্দ্র সিংয়ের মেয়ে শ্রুতি। তাঁর মা তথা বংশীলালের বড় পুত্রবধূ এর আগে এই আসন থেকে বেশ কয়েকবার জয়ী হয়েছেন। অন্যদিকে ছিলেন কংগ্রেসের টিকিট পাওয়া বংশীলালের ছোটছেলে রণবীর সিং মহেন্দ্রর পুত্র অনিরুদ্ধ। বংশীলালের নাতি-নাতনির লড়াইয়ে শেষ পর্যন্ত ১৪ হাজার ২৫৭ ভোটের ব্যবধানে জিতলেন শ্রুতি।  
২০০৫ সালে কপ্টার দুর্ঘটনায় বাবা সুরেন্দ্রর মৃত্যুর পর রাজনীতির ময়দানে পদার্পণ শ্রুতির। নাতনিকে নিজের রাজনৈতিক উত্তরাধিকার ঘোষণা করেছিলেন বংশীলাল। ২০২৪ পর্যন্ত শ্রুতি ছিলেন কংগ্রেসে। চলতি বছর লোকসভা নির্বাচনের পরই হাত শিবির ছেড়ে বেরিয়ে আসেন তোশামের বিধায়ক কিরণ। যোগ দেন বিজেপিতে। সঙ্গে ছিলেন মেয়ে শ্রুতি। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন কিরণ। ফলে বিধানসভায় বিজেপির টিকিট পান তাঁর মেয়ে। এর আগে ১৯৯৮ সালে ভিওয়ানি কেন্দ্রে দুই ছেলে অর্থাৎ সুরেন্দ্র ও রণবীরের মধ্যে লড়াই হয়েছিল। জিতেছিলেন সুরেন্দ্র। এবারের লড়াইয়ে জিতলেন সুরেন্দ্র কন্যা শ্রুতি। বিশ্লেষকরা বলছেন, ইতিহাসের পুনরাবৃত্তি।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা