দেশ

৫ বছরেও লক্ষ্য ছুঁতে ব্যর্থ জল জীবন মিশন, পিছিয়ে উত্তরপ্রদেশ ও অসম, বাংলাই বরং এগিয়ে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: প্রকল্প চালুর পাঁচবছরেও জল জীবন মিশনের টার্গেট পূরণ করতে ব্যর্থই কেন্দ্রের মোদি সরকার। কারণ প্রতিশ্রুতি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪—এই পাঁচবছরে গ্রামাঞ্চলের সবক’টি বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জল সরবরাহ করতে পারেনি মোদি সরকার। সোমবার জল জীবন মিশন সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে জলশক্তি মন্ত্রক। গত ৬ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই ওই রিপোর্ট প্রকাশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। সেই কেন্দ্রীয় সরকারি রিপোর্টেই দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত গ্রামাঞ্চলের প্রায় ২২ শতাংশ বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জল সরবরাহ করা বাকি রয়েছে কেন্দ্রের। বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। যদিও টার্গেট ‘বকেয়া’ থাকার কারণ হিসেবে কিছু বাধার উল্লেখ ওই রিপোর্টে করেছে জলশক্তি মন্ত্রক। রিপোর্টে দেখা যাচ্ছে, ১১টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ১০০ শতাংশ বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার সম্ভব হয়েছে। তবে সেই তালিকায় নেই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ এবং হিমন্ত বিশ্বশর্মার অসমের মতো ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যের নাম। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ দু’বছর পরে শুরু হলেও অগ্রগতি যথেষ্ট ভালো। কারণ এরাজ্যে ইতিমধ্যেই ৯০ লক্ষ ৩৫ হাজার ১১২টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে। বলা হয়েছে, বহু জায়গায় নির্ভরযোগ্য জলের উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে ভূগর্ভস্থ জলে রাসায়নিকের পরিমাণ মাত্রাতিরিক্ত বেশি। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়িত করতে রাজ্য সরকারগুলিরও সহযোগিতা প্রয়োজন। অনেক রাজ্যেই আনুষঙ্গিক প্রশাসনিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ফলে সব মিলিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একইসঙ্গে ওই রিপোর্টে জলশক্তি মন্ত্রক জানিয়েছে, রাজ্যে রাজ্যে গ্রাম স্তরের সঙ্গে সমন্বয় রক্ষা করে সামগ্রিক প্রকল্পের কাজ আরও দ্রুতগতিতে করার উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রামবাসীদের সচেতনও করা হচ্ছে। 
জল জীবন মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের প্রকল্প। ২০১৯ সালের ১৫ আগস্ট এই প্রকল্পের উদ্বোধন করেন মোদি। সেইসময় কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে দেশের গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়িতে নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে যাবে। সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য হাতে রয়েছে আর মাত্র তিনমাস। এই সামান্য সময়ের মধ্যে বাকি ২২ শতাংশ বাড়িতে আদৌ নলবাহিত পরিস্রুত জল পৌঁছবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে খোদ মন্ত্রকেরই অন্দরে। এই পরিস্থিতিতেই জল জীবন মিশন নিয়ে রিপোর্ট প্রকাশকে যথেষ্টই ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা