দেশ

চেন্নাইয়ে এয়ার শো দেখতে এসে পাঁচ জনের মৃত্যু

চেন্নাই: অসংখ্য লোকের ভিড়, অত্যাধিক গরমে বিপত্তি। চেন্নাইয়ে ভারতীয় বায়ুসেনার এয়ার শো দেখতে এসে বেঘোরে মৃত্যু হয়েছে পাঁচ জনের। রবিবারের এই ঘটনায় শতাধিক মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মেরিনা সমুদ্র সৈকতে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এজন্য তামিলনাড়ুর ডিএমকে সরকারকে নিশানা করেছে বিরোধীরা। যদিও সোমবার মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন যাবতীয় সমালোচনা খারিজ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন,  ‘খুবই দুঃখজনক ঘটনা। সরকার সব ধরনের ব্যবস্থাই নিয়েছিল। কিন্তু মাত্রাতিরিক্ত জনসমাগম হয়েছিল। ভিড়ের মধ্যে গাড়ি খুঁজতে অনেকের সমস্যা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, তার দিকে নজর রাখা হবে।’ মৃত ব্যক্তিদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা সাহায্যের কথা জানিয়েছে রাজ্য সরকার। এরইমধ্যে ডিএমকে নেত্রী তথা সাংসদ কানিমোঝির বক্তব্য অস্বস্তিতে ফেলেছে শাসক শিবিরকে। তিনি বলেছেন,  ‘অনিয়ন্ত্রিত ভিড় এড়ানো যেত।’ 
বিরোধীরাও সুর চড়িয়েছে।  বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই বলেছেন, ‘রাজ্য সরকার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেনি।’ জয়ললিতার দলও দুষেছে শাসক দলকে। এআইএডিএমকে নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পালানিস্বামী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অত মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থাটুকু পর্যন্ত ছিল না। হিটস্ট্রোকের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।’ যদিও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এমএ সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছেন, ‘বায়ুসেনার আর্জি মেনে যথাযথ পদক্ষেপ করা হয়েছিল।’
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা