দেশ

জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও পিডিপিকে পাশে চান ফারুক

শ্রীনগর: আজ, মঙ্গলবার, জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে ‘প্রতিপক্ষ’ পিডিপির উদ্দেশ্যে বার্তা দিলেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) সভাপতি ফারুক আবদুল্লা। সোমবার তিনি জানান, জম্মু ও কাশ্মীরে সরকার গড়ার জন্য প্রয়োজনে মেহবুবা মুফতির দলের হাত ধরতে প্রস্তুত এনসি। এমনকী কংগ্রেস ও এনসি জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাঁরা জম্মু ও কাশ্মীরের উন্নয়নের স্বার্থে পিডিপির সহযোগিতা চাইবেন। কারণ সকলকে নিয়েই চলতে চায় জোট। তবে তিনি আর মুখ্যমন্ত্রী হবেন না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফারুক। 
যদিও কংগ্রেস-এনসির সঙ্গে পিডিপির জোট-জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ পিডিপি নেত্রী তথা মেহবুবা-কন্যা ইলতিজা মুফতি। জানিয়েছেন, ফল ঘোষণার পরেই পিডিপির শীর্ষ নেতৃত্ব এই ব্যপারে সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে এগজিট পোলকে ‘টাইমপাস’ বলেও কটাক্ষ করেছেন মেহবুবা-কন্যা।
জম্মু ও কাশ্মীরে কংগ্রেস-এনসি জোট এবার ক্ষমতায় আসতে চলেছে বলে বিভিন্ন এগজিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছে। কয়েকটি সমীক্ষায় আবার বলা হয়েছে, জোট বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে  পিডিপির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উভবে। এদিন ফারুক বলেন, ‘আমি এগজিট পোল নিয়ে বেশি উত্তেজিত নই। কারণ এগুলো ঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। তবে আমার বিশ্বাস, আমরাই স্থিতিশীল সরকার গঠন করব।’ জম্মু ও কাশ্মীরেরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতেও এদিন ফের সওয়াল করেন বর্ষীয়ান এই রাজনীতিক। 
অন্যদিকে, জম্মু ও কাশ্মীর বিধানসভায় পাঁচজন মনোনীত সদস্য নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের পদক্ষেপেরও বিরোধিতা করেছেন এনসি নেতা। ফারুকের হুঁশিয়ারি, এই ইস্যুতে প্রয়োজনে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। 
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা