দেশ

১৯৪ মাওবাদী খতম, ছত্তিশগড়ের প্রশংসায় শাহ

নয়াদিল্লি: মাওবাদী দমন অভিযানে ছত্তিশগড় সরকারের ভূমিকার প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তিনি জানিয়েছেন, রাজ্যে জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে ১৯৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ধরা পড়েছে ৮০১ জন। আত্মসমর্পণ করেছে ৭৪২ জন মাওবাদী। এদিন মাওবাদী উপদ্রুত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠক করেন শাহ। সেখানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই-ও। রাজধানীতে এই বৈঠকে যোগ দিতে এসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেছেন। সেখানে ছত্তিগড়ে উন্নয়ন ও মাওবাদী সমস্যা নির্মূলের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বিষ্ণুদেব। গত ১০ মাসে তাঁর সরকারের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। 
এদিনের বৈঠকে উপদ্রুত এলাকার যুব সম্প্রদায়কে অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রেোতে ফেরার ডাক দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, উত্তর-পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীরে ১৩ হাজার মানুষ হিংসা ছেড়ে মূলস্রোতে ফিরে আসতে পেরেছেন। এই প্রসঙ্গেই শাহ বলেন, ‘ছত্তিশগড় আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। মাওবাদী উপদ্রুত এলাকায় ছত্তিশগড় সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি শুরু করেছে। এর মাধ্যমে মানুষের কাছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে গ্রামে গ্রামে স্কুল ও সস্তায় খাদ্যশস্যের দোকান খোলা সম্ভব হয়েছে।’ শাহর দাবি, আগের সরকারের তুলনায় গত ১০ বছরে নিরাপত্তা খাতে মোদির আমলে খরচ তিন গুণ বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘জানুয়ারিতে যখন ছত্তিশগড়ে গিয়েছিলাম, তখন মাওবাদীদের দমন ও উন্নয়নের বিস্তারিত পরিকল্পনা করা হয়েছিল।’ ছত্তিশগড়ে সম্প্রতি ৩১ মাওবাদীর  মৃত্যু হয়েছে। এরপর মাওবাদীদের উপর চাপ আরও বাড়ানোর কৌশল নিচ্ছে কেন্দ্র ও রাজ্যগুলি। কোন কৌশলে ছত্তিশগড় এই সাফল্য পেয়েছে, তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। 
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা