দেশ

এখন তাঁর শারীরিক অবস্থা কেমন? নিজেই জানালেন রতন টাটা

নয়াদিল্লি, ৭ অক্টোবর: সোমবার দুপুরে হঠাৎ করেই একটি উড়ো খবরে সচকিত হয়ে ওঠে দেশবাসী। জানা যায়, অসুস্থ  শরীর নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের রত্ন রতন টাটা। তাঁর রক্তের চাপ নাকি হঠাৎ করেই অস্বাভাবিক কমে গিয়েছে। তিনি আইসিইউ-তে ভর্তি! এমনকী তাঁর অবস্থা সংকটজনক বলেও দাবি করা হয়। যদিও কিছুক্ষণের মধ্যে ভুল ভাঙে সকলের। কারণ টাটা সন্স-এর প্রাক্তন চেয়ারম্যান তথা খোদ রতন টাটা নিজেই জানিয়ে দেন, পুরো বিষয়টিই গুজব।
তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘আমি আমার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক গুজব সম্পর্কে সচেতন। সবাইকে আশ্বস্ত করে জানাচ্ছি, এই দাবিগুলো একবারে ভিত্তিহীন। বয়সজনিত কারণে আমি বর্তমানে নিয়মিত মেডিকেল চেক আপ করছি মাত্র।’ একইসঙ্গে তিনি বলেন, ‘আমি এখন সুস্থ রয়েছি। সাধারণ মানুষ ও মিডিয়াকে অনুরোধ করছি, তাঁরা যেন ভুল তথ্য শেয়ার না করেন।’
প্রসঙ্গত, রতন টাটা ১৯৯০ সাল থেকে ২০১২ পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান হিসাবে টাটা গ্রুপকে নেতৃত্ব দিয়েছেন। ২০০০ সালে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ পাওয়ার পর, ২০০৮ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণও লাভ করেন তিনি। নিজের জনহিতৈষী কাজের জন্য সকল ভারতীয়ের মনের মণিকোঠায় তিনি বিরাজমান, ফলে তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা দেশে। যদিও মুশকিল আসান হয়ে নিজেই সুস্থতার বার্তা জানিয়ে সকলের চিন্তা দূর করেছেন রতন টাটা।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা