দেশ

স্বামী চা-খোর, নতুন বউয়ের পছন্দ দুধ, ঝামেলার জেরে থানায় নবদম্পতি

লখনউ, ৭ অক্টোবর: বিয়ের পর স্বামী-স্ত্রী একসঙ্গে থাকলে সংসারে ঝামেলা যে হবেই, তা একপ্রকার নিশ্চিত। বিশেষ করে নতুন বিয়ের পর দু’জনেরই নানা পছন্দ-অপছন্দ মানিয়ে নিতে হয় উভয় পক্ষকেই। কিন্তু উত্তরপ্রদেশের আগ্রায় এমন একটি কাণ্ড ঘটেছে, যা জেনে তাজ্জব পুলিসও। চা খাওয়া হবে, নাকি দুধ! এই নিয়ে বচসার জেরে সটান থানায় হাজির হয়েছে নবদম্পতি। এমন ‘কেস’পেয়ে প্রথমে মাথায় হাত পড়ে পুলিসেরও।
জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিলে বিয়ে করেছিলেন ওই দম্পতি। স্বামী চাকরি করেন আগ্রার একটি প্রাইভেট কোম্পানিতে। দিনের মধ্যে বেশ কয়েকবার চা খাওয়ার অভ্যাস রয়েছে তাঁর। অন্যদিকে, স্ত্রী গ্রাম্য পরিবারের মেয়ে। গরম দুধ খেতেই বেশি পছন্দ করেন তিনি। চা তাঁর না পসন্দ। আর এই নিয়েই শুরু হয় ঝামেলা।
স্ত্রী’র বক্তব্য, তিনি স্বামীর জন্য চা বানিয়ে দেন। কিন্তু নিজে দুধ খেতেই পছন্দ করেন। তাঁর স্বামী খরচের বাহানা দেখিয়ে দুধ খাওয়া বন্ধ করে তাঁকে চা খেতে জোর করছেন। প্রথমে বিষয়টি নিয়ে ঠুনকো ঝগড়া হলেও, পরে জল গড়ায় বিস্তর। ঝামেলার জেরে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন স্ত্রী। এমনকী স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি।
তবে পুলিস বিষয়টি বিচক্ষণতার সঙ্গেই মিটিয়েছে। স্বামী ও স্ত্রী উভয়পক্ষকেই পাঠানো হয় পারিবারিক কাউন্সেলিং সেন্টারে। সেখানে উভয়ের মধ্যে মনোমালিন্য দূর করেন কাউন্সিলর। ভবিষ্যতে স্ত্রীকে চা পান করতে বাধ্য না করার জন্য স্বামীকে পরামর্শ দিয়েছেন তিনি। দম্পতি ফের একসঙ্গে থাকার বিষয়ে রাজি হয়েছে বলে জানা গিয়েছে। (ছবিটি প্রতীকী)
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা