বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মারধরের জেরে গুরুতর জখম তৃণমূল কর্মীর মৃত্যু, অভিযুক্ত বিজেপি

সংবাদদাতা, সিউড়ি: শেষ রক্ষা হল না। ব্যাপক মারধরের জেরে মৃত্যু হল বীরভূমের কাঁকরতলার তৃণমূল কর্মী শেখ নিয়ামুল হকের।  শুক্রবার মধ্যরাতে নিয়ামুলের মৃত্যু ঘটেছে বলে পুলিস সূত্রে খবর। ঘটনায় অভিযোগের আঙুল উঠছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।
মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় নিয়ামুল বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বড়রা গ্রামের গরিব পাড়া এলাকায় একদল দুষ্কৃতী রাস্তা আটকে তাঁকে মারধর করে। ঘটনায় তিনি গুরুতর জখম হন। খবর পেতেই বাড়ির সদস্যরা সেখান পৌঁছায়। দ্রুত তাঁকে উদ্ধার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময়ই নিয়ামুলের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাত থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার খবর পেতেই পুলিসও ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই কাঁকরতলা থানার জামালপুরে বালির গাড়ি থেকে আদায় করা টাকার ভাগ নিয়ে ঝামেলার জেরে বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরই ওসি বদলি হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা