বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ন্যাকের বিচারে ঝাড়গ্রাম জেলার সেরা জামবনীর সেবাভারতী মহাবিদ্যালয়
 

প্রদীপ্ত দত্ত, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলায় ন্যাকের বিচারে সেরা কলেজ জামবনীর সেবাভারতী মহাবিদ্যালয়। ন্যাকের মূল্যায়নে ‘বি প্লাস প্লাস’ গ্ৰেড পেয়েছে। এতে কলেজের শিক্ষক থেকে পড়ুয়ারা সকলেই খুশি। ঝাড়গ্রাম জেলার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান সেবা ভারতী মহাবিদ্যালয়। জামবনী ব্লকের কাপগাড়ি এলাকায় প্রাকৃতিক পরিবেশের মধ্যে মহাবিদ্যালয়টি অবস্থিত। ১৯৬৪ সালের ১৭ জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মাত্র ৬৫জন পড়ুয়া নিয়ে কলেজের পথ চলা শুরু হয়েছিল। প্রখ্যাত কৃষি বিজ্ঞানী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্রকুমার সেন কলেজটি গড়ে তোলার জন্য মুখ্য ভূমিকা নিয়েছিলেন। বর্তমানে কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা ১৭৬০জন। একটি প্রশাসনিক ভবন, দু’টি অ্যাকাডেমিক ভবন এবং চারটি হস্টেল রয়েছে। 
গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি ন্যাকের তিনজনের প্রতিনিধি দল কলেজ পরিদর্শনে আসেন। আদিবাসী পরম্পরা অনুযায়ী উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে ন্যাক প্রতিনিধি দলকে আপ্যায়ন করা হয়। পরিদর্শকরা কলেজের বিভিন্ন বিভাগ ও তিনটি মিউজিয়াম, হস্টেল, জিমনাশিয়াম, খেলার মাঠ, ভেষজউদ্যান, রেন ওয়াটার হার্ভেস্টিং ও গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, ভার্মিকম্পোজ এবং সোলার প্যানেল ইউনিট ও পরিবেশ বান্ধব কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন ন্যাকের প্রতিনিধিরা। শেষদিনে অধ্যক্ষের হাতে মূল্যায়নের প্রাথমিক রিপোর্ট কার্ড দেওয়া হয়। মিউজিয়ামে রাখা জিনিসপত্র দেখে খুশি হন তাঁরা। বাংলা বিভাগের অষ্টাদশ শতাব্দীর মহাভারতের পাণ্ডলিপি তাঁদের বিশেষ আকর্ষণ করে। পরিদর্শকরা ওই পুঁথিকে প্রণাম করেন। কলেজের মুক্ত পরিবেশ দেখেও তাঁরা মুগ্ধ হন।এছাড়া ভূগোল বিভাগে থেকে আন্তর্জাতিক স্তরে গবেষণার কাজে যুক্ত হওয়া,  জাতীয় ও আন্তর্জাতিক স্তরে শারীর শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, পুরস্কার অর্জন ন্যাক টিমের নজর কেড়েছে। কলেজের প্রাক্তনী থেকে আদিবাসী ছাত্রছাত্রীরা ন্যাকের প্রতিনিধিদের কাছে পঠন পাঠনের বেশকিছু দাবিও তুলে ধরেন। কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ সাহু বলেন, ২০২১ সালে করোনা মহামারির সময় কলেজে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করি। তারপর জানতে পারি কলেজে আগে ন্যাকের ভিজিট হয়নি। কলেজের পরিচালন সমিতি, পড়ুয়া, অধ্যাপক এবং প্রাক্তনীদের সহায়তায় আমরা এই প্রথমবার ন্যাকের ভিজিট করাতে পেরেছি। ন্যাকের মূল্যায়নে এই কলেজ ‘বি প্লাস প্লাস’ পেয়েছে। জেলায় আমাদের কলেজ সর্বোচ্চ স্কোর করেছে। কলেজের শিক্ষা ও পরিকাঠামো মানোন্নয়নে আরও পদক্ষেপ নেওয়া হবে।-নিজস্ব চিত্র
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা