বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বিশ্বভারতীতে যথাযোগ্য মর্যাদায় পালিত ভাষা দিবস

সংবাদদাতা, বোলপুর: যথাযথ মর্যাদায় বিশ্বভারতী সহ বীরভূম জেলার নানা প্রান্তে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বভারতীর ভারতীয় ও বাংলাদেশি পড়ুয়ারা এদিন সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ করেন। তবে বাংলাদেশ ভবনে সংস্কারের কাজ চলায় এ বছর শান্তিনিকেতনের ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে ভাষা দিবস পালন করা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন বিকেলে সিধো কানহো মঞ্চে ভাষা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান করা হয়। সেখানে শহিদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয়। বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরও মহকুমা প্রশাসনিক ভবনে অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া এদিন একটি আন্তর্জাতিক আলোচনা চক্র ও ভাষা শহিদ স্মৃতি তর্পণ আয়োজন করেছিল সাঁইথিয়ার অভেদানন্দ মহাবিদ্যালয়ের সংস্কৃতি উপ সমিতি এবং ভাষা বিভাগ।  
প্রসঙ্গত, ১৯৪৭ সাল থেকে ওপার বাংলায় শুরু হয় ভাষা আন্দোলন। ১৯৫২ সালে যা চরমে পৌঁছয়। আইন ভঙ্গ করে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য পথে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। নির্বিচারে তাঁদের উপর গুলি চালায় পাকিস্তানি পুলিস। ২০১০ সালে ২১ ফেব্রুয়ারি ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। তারপর থেকে বাংলাদেশ সহ ভারত ও অন্যান্য দেশে যথাযোগ্য মর্যাদায় দিনটিকে পালন করা হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ বরাবরই ভাষা দিবসের অনুষ্ঠান বাংলাদেশ ভবনেই করত। তবে এবছর সংস্কারের কাজের জন্য তার স্থান পরিবর্তন করে বিশ্বভারতী। গত বুধবার বিষয়টি জানিয়েছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ।‌ এদিন সকালে প্রথমে, শান্তিনিকেতনের ইন্টারন্যাশনাল বয়েজ হস্টেল সংলগ্ন পূরবী ফটকের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপন শুরু হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান গাইতে গাইতে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন সহ অন্যান্য অধ্যাপক ও আধিকারিকরা। এরপর, ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে মূল অনুষ্ঠানটি হয়। সেখানে শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানানোর পর বিশ্বভারতীর পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে পাঠভবন, শিক্ষাসত্র সহ অন্যান্য বিভাগের পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা