বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

অবসরপ্রাপ্ত কর্মীদের বিক্ষোভ ঘিরে কৃষ্ণনগরে তৃণমূলের গোষ্ঠী-যুদ্ধ

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: ভাষা দিবস উপলক্ষ্যে পুরসভা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন শাসকদলেরই অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী সমিতির লোকজন। যাকে ঘিরে দক্ষযজ্ঞ বেধে গেল কৃষ্ণনগর পুরসভায়। সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট হয়। কাউন্সিলাররাও নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুরসভার চেয়ারপার্সনের লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত কর্মীরা। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। অবশেষে বিশাল পুলিসবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাক্কাধাক্কির সময় পুলিসের একজন কনস্টেবল মাথায় আঘাত পান। কৃষ্ণনগর পুরসভার চেয়ারপার্সন রীতা দাস কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার বিকেলের দিকে ভাষা দিবসের অনুষ্ঠানে পুরসভার কর্মীরা হাজির ছিলেন। সেসময় তৃণমূল অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী সমিতির সদস্যরা চেয়ারপার্সনকে ডেপুটেশন দিতে জড়ো হন।‌ তাঁরা পেনশন, গ্র্যাচুইটি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা স্লোগান দিতে শুরু করলে অনুষ্ঠানের মাইকের সাউন্ড বাড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এনিয়ে তাঁরা আপত্তি জানালে চেয়ারপার্সনের লোকজন তাঁদের উপর চড়াও হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শাসকদলের চেয়ারপার্সনের গোষ্ঠী ও প্রাক্তন শহর সভাপতির গোষ্ঠীর কাউন্সিলাররা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
তৃণমূল অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী সমিতির সভাপতি সমর চক্রবর্তী বলেন, চেয়ারপার্সন পেনশন, গ্র্যাচুইটির টাকা দেননি। দু’বছর ধরে আমাদের ঘোরানো হচ্ছে। চেয়ারপার্সনের লোকজন আমাদের উপর হামলা চালিয়ে আন্দোলন বানচাল করার চেষ্টা করেছে। আমরা এসব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব।
পুরসভার চেয়ারপার্সন বলেন, বিকেল সাড়ে ৩টের দিকে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। হঠাৎ বাইরে পেনশনার্স অ্যাসোসিয়েশনের লোকজন চেঁচামেচি শুরু করেন। তাঁরা বাইরে ১৪-১৫বছরের ছেলেদের নিয়ে জড়ো হয়েছিলেন। তারা তো পেনশন হোল্ডার নয়। আমাদের লোকজন অনুষ্ঠানে এসেছিলেন। তাঁরা কেউ মারপিট করতে আসেননি।
চেয়ারম্যান আরও বলেন, কাউন্সিলার প্রকাশ দাস ও পলাশ দাস মারধর করার জন্য বারান্দায় ছুটে এসেছিল। আমরা একই দলের লোক। তাঁরা যদি এরকম অশান্তি করেন, আমরা কীভাবে কাজ করব? এঁদের অত্যাচারে স্টাফরা পর্যন্ত অতিষ্ঠ। দলের কাউন্সিলাররা কাজে বাধা দিচ্ছে। তারা প্রতিটি বৈঠকে অনভিপ্রেত কথা বলছে। কাউন্সিলর পলাশ দাস বলেন, বিক্ষোভকারীদের উপর চেয়ারম্যানের লোকজন চড়াও হয়েছিল। তখন পুরসভার কাছে ওয়ার্ডে অফিসে ছিলেন কাউন্সিলর প্রকাশ দাস ও সৌগতকৃষ্ণ দেব। তাঁরা ঝামেলা ঠেকাতে যান। তখন ওঁদের উপরও চেয়ারম্যানের লোকজন চড়াও হয়। পরে আমি সেখানে গিয়েছিলাম। পুরকর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যাচুইটি ও পেনশনের টাকা রাজ্য সরকার থেকে দেওয়া হয় না। পুরসভার নিজস্ব তহবিল থেকে সেই টাকা দিতে হয়। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮ কোটি ৬৭ লক্ষ ৩৩ হাজার ৩৭৫ টাকা গ্র্যাচুইটি দেওয়া হয়েছে। সেইসঙ্গে পেনশন দেওয়া হয়েছে ৪৯ কোটি ৩ লক্ষ ৬৭ হাজার ৯২২ টাকা।  নিজস্ব চিত্র
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা