বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

শুরু জঙ্গিপুর বইমেলা, প্রথম দিনেই ভিড়
 

সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানে শুরু হল জঙ্গিপুর বইমেলা। জঙ্গিপুর বইমেলা এবারে ১৯তম বর্ষে পদার্পণ করল। মূলত, জঙ্গিপুর বইমেলা কমিটি ও পুরসভার উদ্যোগেই এই মেলা হয়ে থাকে। মেলা উপলক্ষ্যে এদিন বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রছাত্রীরা পদযাত্রায় অংশ নেন। বিকেলে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যক অর্ণব সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন সহ বিশিষ্টজনেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বিকান নন্দ ও গৌতম ঘোষ। ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। উদ্বোধক বলেন, প্রতিটি ব্লক জেলায় জেলায় বইমেলা হোক। বই না পড়লে বাঙালি জাতিসত্তাকে বাঁচানো যাবে না। বর্তমানে আমরা অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি, আমাদের তা মোকাবিলা করতে হবে।
প্রথমদিনেই বইপ্রেমী থেকে স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। এবারের মেলায় মোট ১১০টি স্টল রয়েছে। এরমধ্যে বুক স্টল রয়েছে ৬৫টি। পাশাপাশি রকমারি খাবারের স্টলের সঙ্গে পুষ্প প্রদর্শনীও রয়েছে। আয়োজকদের দাবি, সূর্য উঠলেই দিন কেমন যাবে তা বোঝা যায়। প্রথম দিনের ভিড় জানান দিচ্ছে, এবারের মেলায় আশাতীত বই বিক্রি হবে। ১৯৬৩ সালে জঙ্গিপুরে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয়। যদিও তৎকালীন নাম ছিল জঙ্গিপুর গ্রন্থমেলা›। এটিই বাংলা তথা ভারতের প্রথম বইমেলা বলে আয়োজক কমিটির দাবি। 
বিধায়ক জাকির হোসেন বলেন, বই মানুষের জীবন গড়ে ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। ভাষা দিবসে আমরা নতুন শপথ নিই আমরা আগামী প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করব। চেয়ারম্যান বলেন, আমরা জেনেছি ১৯৬৩ সালে জঙ্গিপুরেই প্রথম বইমেলা শুরু হয়। সেই ধারা অব্যহত রেখে আগামী প্রজন্মকে আরও বেশি করে বই পড়ায় উৎসাহিত করতেই প্রতিবছরই মেলা কমিটির সঙ্গে পুরসভা ও বইমেলায় সবরকমের সহযোগিতা করে থাকে। আহ্বায়ক বিকাশ নন্দ বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি শিশু তার বাবা-মায়ের সঙ্গে এই মেলায় এসে একটি বই হাতে করে বাড়ি ফিরুক। ভবিষ্যৎ প্রজন্ম মোবাইল, টিভি, গেম থেকে বেরিয়ে এসে বইমুখী হোক। ১৯৬৩ সালের গ্রন্থমেলা কমিটির অন্যতম সদস্য সুকুমার সেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা বই পড়ে না। তাদের আরও বইমুখী করে তোলার দায়িত্ব আমাদেরই নিতে হবে। - নিজস্ব চিত্র
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা