বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

শিলান্যাসের ১৯ বছর পরেও ঝালদায় হল না টাউনহল

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: শিলান্যাস হয়েছে ১৯ বছর আগে। কিন্তু, আজও তৈরি হল না ঝালদা পুরসভার টাউনহল। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয়রা। যে কোনও বড় মাপের সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক অথবা প্রশাসনিক অনুষ্ঠান করার কথা ভাবলেও পিছিয়ে আসতে হয় উদ্যোক্তাদের। ঝালদার মতো শতবর্ষ প্রাচীন একটা শহরে ফের টাউনহল হল তৈরির দাবি উঠতে শুরু করেছে। 
২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটতলা এলাকায় টাউন হলের শিল্যান্যাস করেন তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি মিঠু সিং সর্দার। এখনও জ্বলজ্বল করছে সেই ফলক। জায়গাটি পাঁচিল দিয়ে ঘেরা হয়েছিল। টাউনহলের পিলার তৈরি জন্য খোঁড়া হয়েছিল গর্ত। কিন্তু, তারপর থেকে একটা ইট গাঁথার কাজ শুরু হয়নি আজও। বর্তমানে জায়গাটি ঝোপঝাড়ে ঢেকে গিয়েছে। 
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, ২ নম্বর ওয়ার্ড শক্ত ঘাঁটি ছিল ফরওয়ার্ড ব্লকের। টাউনহল সিপিএমের জেলা পরিষদের বোর্ড তৈরি করলে তার ফায়দা তারা তুলত, এই রাজনৈতিক রেষারেষিতে টাউনহল আর তৈরি হয়নি বলে অনেকেই মনে করছেন। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে টাউনহলটি তৈরির জোরালো দাবি উঠেছে। এলাকার সাংস্কৃতিক জগতের মানুষদের দাবি, কোনও শহরের নাটক বা অন্যান্য সাংস্কৃতিক চর্চার প্রধান শর্তই হল একটা ভালো প্রেক্ষাগৃহ। ভাবতে অবাক লাগে আমাদের পুরসভা এখনও পর্যন্ত একটা প্রেক্ষাগৃহই তৈরি করতে পারল না। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরসভা, সকলের কাছেই অত্যাধুনিক না হোক ন্যূনতম পরিষেবা থাকবে এমন একটা টাউন হলের দাবি জানানো হয়েছে। কিন্তু, কোনও লাভ হয়নি। 
প্রসঙ্গত, শহরে একাধিক কমিউনিটি হল রয়েছে। তবে যেকোনও বড় অনুষ্ঠানের জন্য তা পর্যাপ্ত নয়। ফলে এই টাউনহলটি হলে অত্যন্ত সুবিধা হবে বাসিন্দাদের। এনিয়ে সিপিএমের জেলা কমিটির সদস্য উজ্জ্বল চট্টরাজ বলেন, সে সময় কী হয়েছিল আমার জানা নেই। তবে তারপরে যাঁরা দায়িত্বে এসেছিলেন, তাঁদের এনিয়ে উদ্যোগ নেওয়া উচিত ছিল। ২০০৬ সালের পর থেকে শহর আড়ে বহরে অনেক বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শহরে টাউন হল অত্যন্ত প্রয়োজন। 
বিজেপির ঝালদা শহরের প্রাক্তন সভাপতি বিজয় ভগৎ বলেন, ২০০৬ সালে শিল্যান্যাসের পরেও টাউনহলটি তৈরি করতে পারেনি তৎকালীন জেলা পরিষদের বোর্ড। এই কারণেই সিপিএম আজ শূন্য! আর বর্তমান রাজ্য সরকার তো খেলা মেলাতেই ব্যস্ত। সেই সব করতে গিয়েই তো সব অর্থ খরচ করে ফেলছে। নতুন করে টাউন হল তারা আর করবে কী করে!
তবে টাউন হল তৈরির ব্যাপারে ফের নতুন করে উদ্যোগ নেওয়া হবে বলে জানাচ্ছেন ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়াল। তিনি বলেন, ঝালদা মহকুমা শহর হওয়ায় টাউনহল অত্যন্ত প্রয়োজন। কোনও প্রশাসনিক বৈঠক হোক, রাজনৈতিক সভা হোক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান-তা করার মতো জায়গার অভাব সত্যিই ঝালদায় রয়েছে। এব্যাপারে আমি জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে  কথা বলব।
17h 17m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা