বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

জেলা হাসপাতালে সফল হাঁটু প্রতিস্থাপন

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর জেলা হাসপাতালে এই প্রথম কোনও রোগীর হাঁটু প্রতিস্থাপন করা হল। বৃহস্পতিবার হাসপাতালের অস্থি শল্য বিশেষজ্ঞ ডাক্তার মীর নাসির আহম্মদ ওন্দার ঝাঁটবনী গ্রামের বাসিন্দা এক প্রৌঢ়ার হাঁটু প্রতিস্থাপন করেন। প্রতিস্থাপন সফল হওয়ায় খুশি হাসপাতালের চিকিৎসক ও আধিকারিকরা। বিষ্ণুপুর হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, এখানে এই প্রথম কোনও রোগীর হাঁটু প্রতিস্থাপন করা হল। সাধারণত এই অপারেশন মেডিকেল কলেজ হাসপাতালেই হয়। তবে আমরা প্রথমবার তা করতে পেরেছি। তারজন্য কিছু সরঞ্জাম আনাতে হয়েছে। আমাদের সিএমওএইচ তার ব্যবস্থা করে দিয়েছেন। সেইমতো রোগীর অপারেশন হয়। উনি এখন সিসিইউতে ভর্তি রয়েছেন। আমাদের হাসপাতাল ও চিকিৎসকদের উপর ভরসা করার জন্য রোগীর পরিজনকে ধন্যবাদ। ওই অপারেশনটি করেছেন চিকিৎসক মীর নাসির আহম্মদ। তিনি বলেন, বছর আটচল্লিশের মুক্তা মান্নার ডানহাঁটুতে সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল। তাঁর হাঁটুর হাঁড় বেকে যাওয়ায় হাঁটাচলা করতেও খুব অসুবিধা হচ্ছিল। বাইরে ওই চিকিৎসা করাতে কয়েক লক্ষ টাকা খরচ হতো। এখানে তা সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। হাঁটু প্রতিস্থাপন করতে রোগীর পরিজনদের একটি পয়সাও খরচ করতে হয়নি। আপাতত রোগীকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। রোগীর জামাই বিষ্ণুপুর শহরের বাসিন্দা শিবম লাহা বলেন, আমার শাশুড়িকে কয়েকমাস আগে হাসপাতালের আউটডোরে দেখানো হয়েছিল। এক্স-রে করে ডাক্তারবাবু হাঁটু প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছিলেন। শুনেই আমরা প্রথমে বাইরে চিকিৎসা করানোর কথা ভাবি। কিন্তু বর্তমানে বিষ্ণুপুর জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। উন্নত যন্ত্রপাতিও রয়েছে। তাই জটিল অপারেশন হলেও এখানেই করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো বৃহস্পতিবার অপারেশন হয়েছে। রোগী এখন ভালো আছেন। • হাঁটু প্রতিস্থাপন করার বিষয় ব্যাখ্যা করছেন সুপার শুভঙ্কর কয়াল (বাঁদিকে) ও অস্থি শল্য বিশেষজ্ঞ মীর নাসির আহমেদ।- নিজস্ব চিত্র 
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা