দক্ষিণবঙ্গ

‘ফুলসজ্জা’ করে পলাতক কাটোয়ার বর, থানার দ্বারস্থ জামশেদপুরের যুবতী

সংবাদদাতা, কাটোয়া: ম্যাট্রিমনি অ্যাপ থেকে দু’জনের পরিচয়। একবছর ধরে  ফোনেই প্রেমালাপ চলে। বিয়ের পাকাকথা, আশীর্বাদ হয়ে যায় একবছর আগেই। ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে কাটোয়া আসেন যুবতী। তাঁকে মন্দিরে সিঁদুর পরিয়ে বিয়েও করে যুবক। এমনকী যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসও করে যুবক। কিন্তু সোমবার রাতে সদ্য বিয়ে করা স্ত্রী ও শ্বশুরকে ফেলে রেখেই চম্পট দেয় যুবক। স্বামীকে খুঁজতে পুলিসের দ্বারস্থ হলেন জামশেদপুরের যুবতী। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
কাটোয়া থানায় লিখিত অভিযোগে যুবতী জানিয়েছেন, ২০২৩ সালে কাটোয়ার খাসি মার্কেট এলাকার অভিষেক মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ম্যাট্রিমনি অ্যাপে পরিচয় হয় তাঁর। এরপর অভিষেক তার মায়ের শরীর খারাপের কথা বলে যুবতীকে আশীর্বাদ ও বিয়ের পাকা কথার জন্য কাটোয়ায় আসতে বলে। যুবতীর দাবি, ২০২৩ সালের শেষের দিকে অভিষেকের বাড়িতে পাকা কথা ও আশীর্বাদও হয়। অভিযোগ, সেদিনই ওই যুবতীর অনিচ্ছা সত্ত্বেও তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করে সে। 
এরপর যুবতী তাঁর বাবাকে নিয়ে জামশেদপুর ফিরেও যান। তারপর থেকে যুবতী অভিষেককে বারবার বললেও সে নাকি বিয়ে করতে অস্বীকার করে। গত ৬ নভেম্বর ওই যুবতী তাঁর বৃদ্ধ বাবার সঙ্গে এসে কাটোয়া থানার দ্বারস্থ হন। তখন অভিষেক ওই যুবতীকে ফের বিয়ের প্রতিশ্রুতি দেয়। তারপর সোমাবার রাতে শহরের ঝুপো কালীতলা মন্দিরে নিয়ে গিয়ে ওই যুবতীকে সিঁদুর পরিয়ে বিয়ের নাটক করে। এদিন যুবতীর বাবা বলেন, আমি অবসরপ্রাপ্ত প্রফেসর। আমার মেয়েকে বিয়ের নাম করে ডেকে এনে সিঁদুর পরিয়ে দেয়। আমাকে বলে মা মেনে নেবে না। তাই ঘরভাড়া করতে হবে। কিন্তু এত রাতে তো আর ঘরভাড়া পাওয়া যাবে না। হোটেলে থাকতে হবে। হোটেলের কাছে নিয়ে গিয়ে ওই ছেলে পালিয়ে গেল। আর তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আমি চাই হয় আমার মেয়েকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে বাড়ি নিয়ে যাক, নয়তো ওকে শাস্তি দেওয়া হোক। ঘটনায় ওই যুবতী থানায় লিখিতভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার মামলা দায়ের করেছেন। কাটোয়া থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা