দক্ষিণবঙ্গ

নবদ্বীপের রাসের বিশাল আকারের প্রতিমা তৈরি করতে গেলে দরকার দীর্ঘ অভিজ্ঞতা

সংবাদদাতা, নবদ্বীপ: অল্প সময়ের মধ্যেই ২৫-৩০ ফুট উঁচু নিখুঁত সুষম প্রতিমা গড়া হয় রাস উৎসবে। শিল্পীসত্তা ও দীর্ঘ অভিজ্ঞতার মিশেলে এই প্রতিমা তৈরি করেন নবদ্বীপের শিল্পীরা। নবদ্বীপের রাসের বড় প্রতিমা গড়ার বিষয়ে শিল্পীরা জানালেন, বড় প্রতিমা তৈরি করার অভিজ্ঞতা না থাকলে প্রতিমার গঠন ঠিকঠাক রাখা কঠিন। নবদ্বীপের রাসের যে বড় বড় প্রতিমা হয়, তা দীর্ঘ অভিজ্ঞতার জন্য এখানকার শিল্পীরা এত কম সময়ে তৈরি করতে পারেন। এইসব শিল্পীর সংখ্যা খুবই কম।
নবদ্বীপের প্রবীণ শিল্পী সমীর পাল বলেন, রাস প্রতিমা তৈরি করার চল্লিশ বছরের অভিজ্ঞতার সঙ্গে রয়েছে বাপ ঠাকুরদাদার কাছ থেকে পাওয়া এই সুবিশাল প্রতিমা তৈরি করার ট্রেনিং। আমরা কেউ আর্ট কলেজের ছাত্র নই, অভিজ্ঞতার পরম্পরায় এটা সম্ভব হচ্ছে। তবে এখন নবদ্বীপের রাস আর্ট কলেজের ছাত্রদের কাছে একটা বড়ো কর্মশালার ক্ষেত্র তৈরি হয়েছে। এই সব বড় প্রতিমার ক্ষেত্রে ভাড়া বেঁধেই কাজ করতে হয়। আমরা নীচে থেকেই প্রতিমার মাপজোক করে নিই। ১০ হাতের বড় প্রতিমা হলে ভাড়ার নীচ থেকেই প্রতিমার আটটি হাতের বিচালি বেঁধে নিই। তারপর দুটো হাত ভাড়ার উপরে উঠে বেঁধে নিই। আর প্রতিমার সঙ্গে থাকা অন্যান্য যেসব পুতুল থাকে, সেগুলো ভাড়ার মাচায় উঠে আমরা চালির  মধ্যে বেঁধে ফেলি। আমাদের কখনওই কোনও প্রতিমার গঠন ছোট বড় হয় না।  অনেক মৃৎশিল্পী রাসে বাইরে থেকে আমাদের সঙ্গে কাজ করতে আসেন। অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে যান নিজ নিজ এলাকায় প্রতিমা তৈরির কাজে।
মৃৎশিল্পী দেবাশিস পাল বলেন, এই যে এত বড় বড় প্রতিমার হাত-পা শরীরের গঠন ঠিকঠাক রাখা, এটা কেবল নবদ্বীপের মৃৎশিল্পীরা দক্ষতার সঙ্গে করেন। যখন ঠাকুর তৈরি করা শিখিনি, তখন বিভিন্ন  বারোয়ারি তলায় গিয়ে প্রতিমা তৈরি করা দেখতাম। সেই থেকে এই বড় প্রতিমা তৈরি করার ধ্যান-ধারণা জন্মে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিমা তৈরি করতে বিচুলি বেশি প্রয়োগ করি। মাটির পরিমাণটা খুবই কম রাখি। বড়ো প্রতিমা হলেও ওজন কম রাখার বিষয়টিও আমাদের ভাবতে হয়। আমরা নবদ্বীপের শিল্পীরা এই বড় প্রতিমা তৈরির ক্ষেত্রে লাভের চিন্তা করি না। কাজের চিন্তাটাই করি। এখন সব উন্নতমানের রং বেরিয়ে যাওয়ায় কোনও অসুবিধা হয় না। প্রতিমা যদি একটু কাঁচা থাকে, তবুও শুকনো মনে হবে। দুর্গাপুজো, কালীপূজো, লক্ষ্মীপুজোর পর আমাদের হাতে খুব কম সময় থাকে, তাই অল্প সময়ের মধ্যে এইসব প্রতিমার কাজ শেষ করতে হয়। জামশেদপুর শ্রীনাথ ইউনিভার্সিটির দৃশ্যকলা বিভাগের অধ্যাপক নবদ্বীপের প্রীতম দেবনাথ বলেন, শিল্পশিক্ষার প্রাথমিক পর্যায়ে তার পদ্ধতি প্রকরণগত দিকটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা