দক্ষিণবঙ্গ

নলহাটি স্টেশনের কাছে উচ্ছেদ ঘিরে উত্তেজনা, রেল পুলিসের লাঠিচার্জ, ভাঙা হল অস্থায়ী দোকান

সংবাদদাতা, রামপুরহাট: বুধবার রেলের জায়গায় উচ্ছেদ ঘিরে ধুন্ধমার কাণ্ড বাঁধল নলহাটিতে। দফায় দফায় ফুটপাত ব্যবসায়ীদের তুমুল বিক্ষোভ, প্রতিরোধের মুখে পড়তে হয় আরপিএফকে। অভিযোগ, লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার পর জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক দোকান। যদিও পাল্টা আরপিএফের অভিযোগ, জেসিবি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি চালককে মারতে উদ্যত হয় ব্যবসায়ীরা। তখনই তারা লাঠি উঁচিয়ে তেড়ে যায়। ঘটনায় লাঠির আঘাতে কয়েকজন ব্যবসায়ী জখম হয়েছেন। কর্মসংস্থানের জায়গা ভেঙে দেওয়ায় দিশেহারা অবস্থা হয়েছে ফুটপাত ব্যবসায়ীদের। 
নলহাটিতে স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন বহু মানুষ। এই আয়ের উপরই তাঁদের সংসার ও ছেলেমেয়েদের পড়াশোনা নির্ভর করছে। গত ২৩ অক্টোবর রেলের  তরফে  নোটিস দিয়ে জানানো হয়, আগামী ১২ নভেম্বরের মধ্যে টিকিট কাউন্টারের সামনে রাস্তার দু’ধারের রেলের জমি খালি করে দিতে হবে। নয়ত পরের দিন উচ্ছেদ অভিযান চালানো হবে। 
ব্যবসায়ীদের অভিযোগ, ঩পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ না করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করলেও কোনও কর্ণপাত করেনি। বরং নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেলের জমি ফাঁকা করে দেওয়া না হলে ব্যবসায়ী ও বাসিন্দাদের উচ্ছেদ করার হুমকি দেওয়া হয়েছে। এদিন সকালে ওই এলাকায় আরপিএফ আসে। জেসিব মেশিন আনা হয়। উচ্ছেদের প্রতিবাদে একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যবসায়ীরা। আরপিএফ ব্যারিকেড করে দাঁড়িয়ে পড়ে। এরই মধ্যে জেসিবি মেশিন দিয়ে দোকান ভাঙা শুরু করলে ব্যবসায়ীরা কার্যত জওয়ানদের ঠেলে জেসিবি মেশিন আটকানোর চেষ্টা করেন। অনেকে জেসিবির উপরে চেপে চালককে মারতে উদ্যত হয়। তখনই লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। তাতে কয়েকজনের আঘাত লেগেছে। স্থানীয়রা তাঁদের নলহাটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। এরইমধ্যে জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক চা, পান ও ভাতের হোটেল। 
ব্যবসায়ীরা বলেন, বহু বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি। আমরা কিছুক্ষণ সময় চেয়েছিলাম। যাতে মালপত্র দোকানের টিন সরিয়ে নিতে পারি। কিন্তু সেই সময়টুকুও দিল না। আমরা যখন জেসিবির চালককে নিষেধ করতে যাই তখন আরপিএফ বেপরোয়াভাবে লাঠিচার্জ করে। প্রায় ১০ জন ব্যবসায়ী জখম হয়েছেন। তাঁরা বলেন, বাড়িতে ছেলেমেয়ে, বৃদ্ধ বাবা মা রয়েছেন। সকলের পেট চলত এই দোকানের উপর। 
আন্দোলনকারী মণিরুল ইসলাম বলেন, আমরা চাই রেল হকার জোন করে দিক। আমরা ভাড়া দিয়ে দোকান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে রাজি। কিন্তু এদিন রেল আমাদের মতো দুঃস্থ মানুষের উপর আমানবিক অত্যাচার চালাল।  যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে নলহাটি আরপিএফ ইন্সপেক্টর সকলদেব কুমার বলেন, ওরা জওয়ানদের ধাক্কাধাক্কি করে। জেসিবি মেশিনের উপর ইট-পাটকেল ছোড়ে। চালককে মারতে উদ্যত হয়। লাঠি উঁচিয়ে তেড়ে ছত্রভঙ্গ না করলে ওরা জেসিবিতে আগুন লাগিয়ে দিত। তিনি আরও বলেন, এদিন ৩০ শতাংশ জায়গা দখলমুক্ত করা গেছে। ধাপে ধাপে বাকি ৭০ শতাংশেও উচ্ছেদ অভিযান চালানো হবে। -নিজস্ব চিত্র
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা