দক্ষিণবঙ্গ

মাইথনকে কেন্দ্র করে হদলায় নতুন টুরিস্ট ডেস্টিনেশন গড়তে উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: তাপমাত্রা কমতেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে মাইথনে। ডিভিসির বিশাল জলাধারে নৌকা ভ্রমণও করছেন পর্যটকরা। ডিসেম্বর, জানুয়ারিতে পিকনিকের হট সিজন। তবে, নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই এখন থেকেই এখানে আসতে শুরু করেছেন। মাইথনের প্রতি পর্যটকদের আগ্রহ দেখে জলাধার লাগোয়া এলাকায় নতুন টুরিস্ট ডেস্টিনেশন গড়তে উদ্যোগ নিল সালানাপুর ব্লক প্রশাসন। তাঁরা হদলা মৌজায় পার্ক ও কটেজ গড়তে উদ্যোগী হয়েছে। যাতে সেই এলাকাকে পর্যটকদের আর্কষণের কেন্দ্রবিন্দু করা যায়। পাশাপাশি সালানপুর ব্লকের মুক্তাইচণ্ডি পর্যটনস্থলের উন্নয়ন করে সার্কিট টুরিজম গড়ে তোলার ভাবনা রয়েছে প্রশাসনের। 
পশ্চিম বর্ধমান জেলার সবচেয়ে বড় পর্যটন ক্ষেত্র মাইথন। জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষের অন্যতম পছন্দের পিকনিক স্পট এটি। শীতে এখানে তিল ধারনের জায়গা থাকে না। পর্যটন দপ্তর ও যুবদপ্তরের আবাস রয়েছে। এছাড়াও একাধিক বেসরকারি হোটেল রয়েছে। পঞ্চায়েত সমিতির গেস্ট হাউস রয়েছে। এই এলাকার অদূরে আসানসোল পুরসভাও নিজেদের গেস্ট হাউসটির উন্নয়ন করছে। জলাশয়ের মাঝে থাকা পাহাড়ের কোলে সূর্যদয়, সূর্যাস্ত দেখার জন্য বহু পর্যটকই এখানে থেকে যান। তেমনই বেশিরভাগ মানুষ সারাদিন এখানে কাটিয়ে আবার ফিরে যান। এই অবস্থায় মাইথনকে কেন্দ্র করে নিজেদের এলাকা সাজিয়ে তোলা ও পর্যটনের মাধ্যমে নিজেদের আয় বাড়াতেও তৎপর হয়েছে সালানপুর ব্লক ও পঞ্চায়েত সমিতি। পাশাপাশি এই এলাকার প্রসিদ্ধ এলাকা হিসেবে পরিচিত মুক্তাইচণ্ডি মন্দির। টিলার উপর রয়েছে মন্দির। সেখানেই বছরের একটি নির্দিষ্ট সময়ে মেলাও বসে। এবার সেই স্থানেও উন্নয়ন নিয়েও তৎপরতা শুরু হয়েছে। সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল বলেন, আমরা মাইথন ও মুক্তাইচণ্ডিকে কেন্দ্র করে উন্নয়নের নানা পরিকল্পনা করেছি। মাইথন এলাকাটি বনদপ্তরের অধীন হওয়ার জন্য বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে।
(মাইথনে পর্যটকরা।-নিজস্ব চিত্র)
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা