দক্ষিণবঙ্গ

পাঁশকুড়ায় ক্লাস চলাকালীন শিক্ষকের উপর হামলা, স্কুলে ব্যাপক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ক্লাস চলাকালীন স্কুলের ভিতর ঢুকে শিক্ষককে বেধড়ক পেটানোর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল পাঁশকুড়ার স্কুলে। বুধবার সাড়ে ১১টা নাগাদ কেশাপাট গ্রাম পঞ্চায়েতের ডালপাড়া জুনিয়র হাইস্কুলে ওই ঘটনা ঘটে। জখম শিক্ষকের নাম সুব্রত তুঙ্গ। কয়েকজন অভিভাবক স্কুলে আচমকা হাজির হয়ে ওই শিক্ষককে মারধর করে বলে অভিযোগ। ঘটনার সময় টিআইসি পলাশ সাহু এসআই অফিসে ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত স্কুলে পৌঁছন। ঘটনার পর পাঁশকুড়া থানার পুলিস স্কুলে আসে। 
জানা গিয়েছে, দু’দিন আগে ওই স্কুলের সপ্তম শ্রেণির কয়েকজন ছাত্র নিজেদের ক্লাসের ছাত্রীদের আর জি করের মতো ঘটনা ঘটানোর হুমকি দেয়। ছাত্রীরা বাড়িতে গিয়ে ওই হুমকির কথা অভিভাবকদের জানায়। তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ রাখেন। মঙ্গলবার চার-পাঁচজন ছাত্রীর বাবা স্কুলে হাজির হন। সেখানে হুমকি দেওয়ায় জড়িত সন্দেহে দু’জন ছাত্রকে ডেকে পাঠানো হয়। স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রদের ভর্ৎসনা করে। অভিভাবকরা স্কুলের মধ্যে তাদের মারধরও করে। তারপর বুধবার আবারও কয়েকজন ছাত্রীর বাবা স্কুলে হাজির হন। তাঁদের বক্তব্য, হুমকি দেওয়ার ঘটনায় আরও দুই ছাত্র জড়িত। তাদের স্কুলে আনতে হবে। তা না হলে ক্লাস চালাতে দেওয়া হবে না।
ওই স্কুলে মাত্র দু’জন শিক্ষক। ঘটনার সময় টিআইসি ছিলেন না। সহ শিক্ষক সুব্রতবাবু অভিভাবকদের জানান, টিআইসি এসআই অফিসে গিয়েছেন। তিনি ফেরার পর এনিয়ে কথাবার্তা হবে। যদিও সহশিক্ষকের ওই কথা কর্ণপাত করেননি অভিভাবকরা। তাঁদের পাল্টা অভিযোগ, কর্তৃপক্ষ ওই ঘটনাকে আড়াল করতে চাইছে। এরপরই ওই অভিভাবকরা সুব্রতবাবুকে ক্লাসরুমের মধ্যেই মারধর করেন। জুনিয়র হাইস্কুল লাগোয়া ডালপাড়া প্রাইমারি স্কুল। সুব্রত তুঙ্গের উপর হামলা হতেই ওই প্রাইমারি স্কুলের শিক্ষকরা ছুটে এসে তাঁকে রক্ষা করেন। খবর পেয়ে টিআইসি দ্রুত এসআই অফিস থেকে স্কুলে ফেরেন।
টিচার ইন-চার্জ পলাশ সাহু বলেন, সপ্তম শ্রেণিতে ছাত্রীদের হুমকি নিয়ে ঝামেলার সূত্রপাত। মঙ্গলবার একপ্রস্থ স্কুলে মিটিং হয়েছে। দু’জন ছাত্রকে তিরস্কার করা হয়। অভিভাবকরা তাদের মারধরও করে। বুধবার আবারও কয়েকজন ছাত্রীর বাবা স্কুলে এসে আরও দু’জন ছাত্র জড়িত বলে দাবি করেন। তাদের স্কুলে আনার চাপ দেওয়া হয়। তারপরই সুব্রতবাবুর উপর হামলা চলে। ঘটনার সময় আমি এসআই অফিসে গিয়েছিলাম। খবর পেয়ে স্কুলে ফিরি।-নিজস্ব চিত্র
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা