দক্ষিণবঙ্গ

পাঁচশো অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গরমিল, হ্যাকার হানা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলার পাঁচশোর বেশি পড়ুয়া পায়নি ট্যাবের টাকা। অ্যাকাউন্টে গরমিল নাকি হ্যাকার হানা! তা নিয়ে শিক্ষক মহলে উদ্বেগ বাড়ছে। নদীয়া জেলার কল্যাণীর একটি স্কুলের কয়েকজন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে ওই এলাকার সংশ্লিষ্ট থানাতেও অভিযোগ করা হয়েছে। যদিও হ্যাক করে ওই টাকা তুলে নেওয়া হয়েছে কি না তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে সন্দিহান জেলা শিক্ষাদপ্তরও। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নানা ত্রুটির জন্য ট্যাবের টাকা ঢোকার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তবে গোটা বিষয়টি শিক্ষাদপ্তরের স্ক্যানারে রেখেছে। বিভিন্ন স্কুলের সঙ্গে জেলা শিক্ষাদপ্তর বিষয়টি নিয়ে আলোচনা করছে। কোথাও পড়ুয়ারা ট্যাবের টাকা পাওয়া নিয়ে সমস্যা হলেই সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
নদীয়ার ডিআই দিব্যেন্দু পাল বলেন, ‘হ্যাকিং নিয়ে আমাদের কাছে এখনও কোনও অভিযোগ আসেনি। আমরা পড়ুয়াদের ট্যাবের টাকা ছেড়ে দিয়েছি। কোথাও এনিয়ে সমস্যা থাকলে স্কুলগুলি আমাদের জানালে ব্যবস্থা নেব। ব্যাঙ্কিং সমস্যার কারণে যে সমস্ত পড়ুয়ার টাকা পেতে সমস্যা হচ্ছিল, এরকম শতাধিক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।’ 
প্রসঙ্গত, ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকা নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। বিভিন্ন জেলার স্কুল পড়ুয়াদের আক্যাউন্টের পরিবর্তে টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। এমনকী সেই টাকা চলে গিয়েছে ভিন রাজ্যেও। যা রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পকে দুঃস্বপ্ন করে তুলেছে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে বেশ কয়েকজন এই জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার হয়েছে। যার জেরে স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম বন্ধ করতে আগামী বছর থেকে আধার নম্বর ব্যবহার বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। 
তদন্তকারীরা মনে করছেন, একটা বড় চক্র ট্যাবের টাকার হাতানোর সঙ্গে জড়িত রয়েছে। এর সঙ্গে জামতাড়া গ্যাংয়ের জড়িত থাকার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 
নদীয়া জেলার শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলায় এ বছর ৫২ হাজার পড়ুয়াকে ট্যাবের টাকা দেওয়া হয়। যার মধ্যে ১.২১ শতাংশ অর্থাৎ ৬৩০ জন পড়ুয়ার ট্যাবের টাকা পাওয়া নিয়ে সমস্যা দেখা দেয়। বিভিন্ন কারণে তাদের অ্যাকাউন্টে যথাসময়ে টাকা পৌঁছয়নি। জেলার বিভিন্ন স্কুলের তরফে বিষয়টি জেলা শিক্ষাদপ্তরে জানানো হয়। সেইমতো এখনও পর্যন্ত ১২৫ পড়ুয়ার অ্যাকাউন্টে পুনরায় টাকা পাঠানো হয়েছে। 
শিক্ষা দপ্তরের দাবি, এই ট্যাবের টাকা পাঠাতে গিয়ে দেখা গিয়েছে অনেক পড়ুয়ার অ্যাকাউন্ট কেওয়াইসি করা নেই। আবার কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো নম্বর নেই। শেষের দিকের কয়েকটি ডিজিট নেই। আবার কারও অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গিয়েছে। যার ফলে সংশ্লিষ্ট নম্বরে টাকা পাঠানো হলেও পড়ুয়ার হাতে তা পৌঁছয়নি।
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা