দক্ষিণবঙ্গ

বড়জোড়ায় বেশি দামে সার বিক্রির অভিযোগে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বড়জোড়ায় বেশি দামে সার বিক্রির অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ায়। স্থানীয় চাষিরা বড়জোড়া ব্লকের প্রতাপপুর এলাকার একটি সারের দোকানে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ দেখান। খবর পেয়ে ব্লক কৃষিদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বড়জোড়া থানার পুলিসও এলাকায় পৌঁছয়। 
চাষিদের অভিযোগ, এলাকায় রবি চাষের জন্য নাইট্রোজেন, ফসফেট ও পটাশ (১০:২৬:২৬) সারের চাহিদা রয়েছে। প্রতাপপুর এলাকার ওই সার বিক্রেতা ১৭০০ টাকা মূল্যের সারের বস্তা দু’হাজার টাকায় বিক্রি করছিলেন। এদিন দুপুরে চাষিরা সার কিনতে গেলে ওই ব্যবসায়ী বস্তা পিছু দু’হাজার টাকা করে দাবি করেন। তা নিয়ে চাষিদের সঙ্গে ব্যবসায়ীর বচসা হয়। চাষিরা বিষয়টি জেলা কৃষিদপ্তরে জানান। জেলাস্তরের আধিকারিকদের নির্দেশ ব্লক কৃষি দপ্তরের লোকজন এলাকায় যায়। তাঁরা দাঁড়িয়ে থেকে ন্যায্য দামে সার বিক্রির ব্যবস্থা করেন।
বিক্ষোভকারীদের মধ্যে ননী রায়, মিলন সরকার বলেন, কৃত্রিমভাবে সারের অভাব সৃষ্টি করে কালোবাজারি করা হচ্ছে। আমরা বিষয়টি আগেই প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু, কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে এদিন আন্দোলনে নামতে বাধ্য হই।  
ওই ব্যবসায়ী অবশ্য বেশি দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।  
বাঁকুড়ার দেবকুমার সরকার বলেন, ওই ব্যবসায়ীর কাছে মাত্র ১৭ বস্তা ‘এনপিকে’ সার ছিল। অভিযোগ পাওয়ার পরই বড়জোড়ার সহ কৃষি অধিকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ন্যায্য দামে সার বিক্রি করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীকে ‘শো-কজ’ করা হয়েছে। আজ, বুধবার আমি বড়জোড়া গিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করব। অভিযোগ প্রমাণিত হলে দোকান বন্ধ করে দেওয়া হবে। জেলায় সারের কোনও ঘাটতি নেই। বরং উদ্বৃত্ত সার মজুত রয়েছে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা