দক্ষিণবঙ্গ

অভিনব উদ্যোগ হলদিয়ায় চোখের হাসপাতালের

শ্যামল সেন, হলদিয়া: ছানি অপারেশনের পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সুদৃশ্য মাটির টবে একটি ফুল বা ফলের চারাগাছ উপহার পাবেন রোগীরা। কেউ বাড়ির উঠানে বা বাগানে লাগাতে পারেন সেই চারাগাছ। উপহার দেওয়ার আগে হাসপাতাল কর্তৃপক্ষ জেনে নেবেন রোগীর বাড়িতে গাছ লাগানোর জায়গা কিংবা বাগান রয়েছে কি না। অথবা ফ্ল্যাটের বাসিন্দা কারা। অপারেশনের পর দৃষ্টি ফিরে পাওয়া রোগীকে সবুজের ছোঁয়া দেওয়াই মূল উদ্দেশ্য। সবুজের ছোঁয়ায় দ্রুত সেরে সুস্থ থাকে চোখ, অভিমত চিকিৎসকদের। হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের নেত্রালয় চোখের হাসপাতালের উদ্যোগে ‘দৃষ্টিমঞ্জরী’ নামে অভিনব এই প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে হলদিয়া শহর ও লাগোয়া শহরতলিতে বছরে ব্যক্তিগত উদ্যোগে দু’হাজারের বেশি ফল ও বৃক্ষজাতীয় গাছের চারা লাগানো সম্ভব হবে। সোমবার থেকে মিশন হাসপাতালে এই প্রকল্পের মাধ্যমে চারাগাছ উপহার দেওয়া শুরু হয়েছে। হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মীরা রোগীদের হাতে তুলে দিচ্ছেন গাছ।
মিশন কর্তৃপক্ষ হলদিয়ার শহর ও গ্রামজুড়ে চোখের স্বাস্থ্য পরীক্ষা, কম খরচে চোখের চিকিৎসা, গরিব মানুষের দৃষ্টি ফেরাতে অল্প খরচে ছানি অপারেশনের মতো বিষয়গুলিতে জোর দিয়েছে। স্বাস্থ্যদপ্তর ও শিল্প সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে এই কাজ চলছে। স্কুল পড়ুয়াদের মধ্যে ছোট থেকে চোখের স্বাস্থ্য নিয়ে সচেতনতা গড়ে তুলতে শুরু হয়েছে স্কুল স্ক্রিনিং ক্যাম্প। ইতিমধ্যেই প্রথম দফায় হলদিয়া, সুতাহাটার ৮৭টি প্রাইমারি স্কুলে প্রায় ১০হাজার পড়ুয়ার চোখের স্বাস্থ্য পরীক্ষা করেছে মিশনের নেত্রালয় হাসপাতাল। একটি শিল্প সংস্থার সহযোগিতায় দ্বিতীয় দফায় সেই কাজ আরও শতাধিক স্কুলে শুরু হবে। পড়ুয়াদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও অভিভাবকদেরও বিনামূল্যে চোখের রিফ্র্যাক্টিভ এরর সহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে স্কুল ক্যাম্পে। বর্ষাকালে এই ক্যাম্প শুরু হওয়ার কারণে কনজাংটিভাইটিস নিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের ছানি নিয়ে সচেতন করা ও পরামর্শও দেওয়া হচ্ছে।
চক্ষু চিকিৎসক সোহম সরকার বলেন, চল্লিশ পেরলেই ছোট লেখা বা কাছে দেখতে না পাওয়ার সমস্যা তৈরি হয়। বয়স বাড়ার সঙ্গে মূলত ছানির কারণে দূরের দৃষ্টিশক্তি ঝাপসা হতে থাকে। তাই ছানি বা ক‍্যাটারাক্টের একমাত্র চিকিৎসা  অপারেশন ও ইন্ট্রাঅকুলার লেন্স(আইওএল) প্রতিস্থাপন। অতি উন্নত এবং আধুনিক পদ্ধতিতে ফেকো সার্জারির মাধ‍্যমে বায়োলজিক‍্যাল লেন্সের বদলে রক্তপাতহীনভাবে কৃত্রিম ফোল্ড করা ইন্ট্রাঅকুলার লেন্স(আইওএল) প্রতিস্থাপন করা হয়। ছানি অপারেশানের পর নিয়ম করে চোখের ড্রপ ও মলম লাগানো ছাড়াও পর পর তিন সপ্তাহ পোস্ট অপারেটিভ চেকআপ করিয়ে নেওয়া জরুরি। চিকিৎসক নীলাদ্রি মণ্ডল বলেন, বর্ষার সিজনে আবালবৃদ্ধবনিতার একটা বড় অংশ আক্রান্ত হচ্ছেন কনজাংটিভাইটিসে। সাধারণত চোখ টকটকে জবা ফুলের মতো লাল হবে, ফুলে যাবে, ঘন ঘন চোখ রগড়াতে ইচ্ছে করবে, সকালে ঘুম ভাঙার পর চোখ জুড়ে থাকবে। তাঁর পরামর্শ, পরিষ্কার জলে চোখ ধুয়ে নিন, আলাদা থাকতে হবে বাড়িতে। দু’দিনের মধ্যে না কমলে চোখের ডাক্তার দেখান। 
মিশন হাসপাতালের সাধারণ সম্পাদক বিবেকাত্মানন্দ মহারাজ বলেন, স্কুল স্তর থেকে চোখের যত্ন নেওয়ার অভ্যাস তৈরি এবং চোখের সুস্থতার জন্য গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে কাজ শুরু করেছি শিল্পশহরে। নেত্রালয় এনএবিএইচ স্বীকৃত হওয়ায় স্বাস্থ্যদপ্তরও যৌথভাবে চোখের অপারেশনের দায়িত্ব দিচ্ছে। দৃষ্টিমঞ্জরী প্রকল্পের মাধ্যমে নতুন ধরনের সবুজায়নের বার্তা দিতে চাইছে হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন।  হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের নেত্রালয়ে চিকিৎসা চলছে।-নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা