দক্ষিণবঙ্গ

শ্রীরামপুর ইউনাইটেড স্কুলের মাঠে তৈরি হচ্ছে স্টেডিয়াম

সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর ইউনাইটেড স্কুল মাঠে গড়ে উঠতে চলেছে স্টেডিয়াম। এই স্টেডিয়াম তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মঙ্গলবার ইঞ্জিনিয়ারদের সঙ্গে স্টেডিয়াম তৈরির কাজ ঘুরে দেখেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। ইতিমধ্যে ব্লকের বিদ্যানগর এলাকায় একটি ইনডোর কমপ্লেক্স গড়ে উঠছে। সেখানে জিমনাস্টিক থেকে যোগাসন প্রশিক্ষণ শিবির চলছে। পূর্বস্থলী-১ ব্লকে খেলাধুলোর উন্নয়নে বছর দুয়েক আগে স্টেডিয়াম গড়ার ভাবনা শুরু করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। খোঁজ শুরু করেন বড় খেলার মাঠের। শ্রীরামপুর ইউনাইটেড স্কুলের মাঠকে বেছে নেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অর্থের ব্যবস্থা করতে নেমে পড়েন। নিজের বিধায়ক তহবিল থেকে মাঠের বাউন্ডারি ওয়ালের জন্য ২০ লক্ষ টাকা অনুমোদন দেন। এরপর স্টেডিয়াম গড়ার জন্য ২০২৩ সালে তৎকালীন সাংসদ সুনীল মণ্ডলের কাছে তাঁর সাংসদ তহবিল থেকে আর্থিক অনুমোদনের জন্য অনুরোধ জানান। অনুমোদন হয় এক কোটি ২০ লক্ষ টাকা। সেই টাকায় স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। এসটিকেকে রোড সংলগ্ন এই মাঠের স্টেডিয়ামের নীচে থাকবে দোকান ঘর। মাঠে থাকবে আধুনিক ড্রেসিংরুম সহ শৌচাগার। মাঠের একদিকে রয়েছে হাইটেনশন বৈদ্যুতিক খুঁটি। এই বিদ্যুতের খুটি সরাতে খরচ হবে ২৬ লক্ষ টাকা। এই বিষয়েও স্বপনবাবু বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী থেকে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। স্টেডিয়াম তৈরি হলেই চাই উন্নত খেলার গ্রাউন্ড ও সবুজ মাঠ। তাও তিনি যুব কল্যান দপ্তরের মন্ত্রীর কাছে মাঠের উন্নয়নে আর্থিক সহায়তার জন্য কথাবার্তা বলেছেন। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরুল ইসলামের সঙ্গেও মাঠের বিষয়ে কথাবার্তা বলেন। স্বপনবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।  এলাকার বাসিন্দা ভাস্কর চন্দ্র দেবনাথ বলেন, স্বপনবাবু ক্রীড়াপ্রেমী মানুষ। এই মাঠেই তিনি হকি থেকে ফুটবল টুর্নামেন্ট করেছেন। স্টেডিয়াম যুক্ত খেলার মাঠ গড়ে উঠলে একদিকে যেমন যুব সমাজ খেলাধুলোর উৎসাহ পাবে, তেমনি মাঠে নানান ধরনের খেলাধুলো দেখার সুযোগ পাবেন এলাকার বাসিন্দারা।
স্বপনবাবু বলেন, ভালো খেলাধুলো করতে গেলে ভালো মাঠ চাই। শ্রীরামপুর ইউনাইটেড স্কুলমাঠটি এসটিকেকে রোড সংলগ্ন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভালো। স্টেডিয়াম যুক্ত উন্নত খেলার মাঠ গড়ে তুলতে বিপুল টাকা দরকার। আমি বিধায়ক তহবিল থেকে মাঠ ঘেরার জন্য ২০ লক্ষ টাকা দিয়েছি। স্টেডিয়াম তৈরির জন্য প্রাক্তন সাংসদ এক কোটি ২০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মাঠ ঘেরার কাজ শেষ হয়েছে। স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। সবুজ ঘাসের মাঠের জন্য যুব কল্যান দপ্তরের মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। সহযোগিতার আশ্বাস মিলেছে। -নিজস্ব চিত্র
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা