দক্ষিণবঙ্গ

মানুষ বিরূপ হলে দুয়ারে গিয়েই ভুল স্বীকার করুন

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: কেউ কোনও ভুল করে থাকলে মানুষের কাছে গিয়ে স্বীকার করে নিন। তালডাংরা বিধানসভা উপনির্বাচনের আগে স্থানীয় নেতাকর্মীদের এমনই নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। গত লোকসভা ভোটে এখানকার যে সমস্ত পঞ্চায়েতে শাসকদল পিছিয়ে ছিল, মূলত সেখানকার নেতাকর্মীদের ওই বার্তা দেওয়া হয়েছে।
জেলা নেতৃত্বের দাবি, উন্নয়নের কারণে মানুষের মনে তৃণমূলের গ্রহণযোগ্যতা এখনও অটুট। স্থানীয় নেতাকর্মীদের একাংশের কাজকর্মে কেউ কেউ ব্যথিত হতে পারেন। তাঁরা যাতে দলের প্রতি বিরূপ না হন, সেটা দেখা হচ্ছে।
তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে তালডাংরা, পাঁচমুড়া ও ব্রজরাজপুর পঞ্চায়েতের সিংহভাগ বুথে আমরা পিছিয়ে ছিলাম। বিরোধীরা সেখানে লিড পেয়েছিল। অথচ গত ১৩ বছরে ওই সমস্ত এলাকায় রাস্তা, হাসপাতাল তৈরি সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিটি বাড়িতে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভরসা এখনও অটুট আছে। স্থানীয় স্তরে কোনও নেতাকর্মীর আচরণের জন্য কেউ যাতে দলকে ভুল না বোঝেন, সেজন্য আমরা ভোটারদের কাছে আবেদন রাখছি। কোনও নেতাকর্মী ভুল করলে মানুষের কাছে গিয়ে স্বীকার করুন। ভোটের দিনক্ষণ এগিয়ে আসায় সমস্ত দলই তালডাংরায় প্রচারে ঝড় তুলছে। মঙ্গলবার সকালে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু সিমলাপাল ব্লকের বিক্রমপুরে প্রচার করেন। বিকেলে জেলা সভাপতি সহ অন্য নেতাদের নিয়ে প্রার্থী তালডাংরার হারমাসরা অঞ্চলে কর্মিসভা করেন। সেখানে অবশ্য ব্লক নেতৃত্বের একাংশের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিন বিবরদাতেও তৃণমূলের কর্মী বৈঠক হয়।
বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী এদিন সকাল থেকে তালডাংরা পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন। তিনি পিকআপ ভ্যানে চেপে ওই অঞ্চলের পাপুরদা, দালানগোড়া সহ একাধিক গ্রামে যান। তাঁর সঙ্গে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা সহ অন্যরা ছিলেন। অনন্যাদেবী বলেন, রাস্তার দু’পাশে বহু মানুষ দাঁড়িয়েছিলেন। আমি তাঁদের কাছে ভোট চেয়েছি। তাঁরা আমাদের আবেদনে সাড়া দেওয়ার কথা ইশারায় জানিয়েছেন।
সিপিএম প্রার্থী দেবকান্তি মোহান্তি এদিন সিমলাপাল ব্লকের বিক্রমপুরে প্রচার করেন। তাঁর সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য যদুনাথ রায়, এবিটিএ’র জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত সহ অন্যরা। দেবকান্তিবাবু বলেন, বিক্রমপুরে পাড়ায় পাড়ায় ঢুঁ মেরে প্রচার করেছি। কংগ্রেস প্রার্থী তুষারকান্তি সন্নিগ্রহীও এদিন জনসংযোগ সারেন। তাড়াতাড়ি দলের তরফে কর্মী বৈঠক করা হবে বলে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট-বড় সব ব্যবসাতেই কেনাবেচা ও লাভের অঙ্ক ক্রমশ বাড়বে। সংক্রমণজনিত রোগে দৈহিক ভোগান্তির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা