দক্ষিণবঙ্গ

ধনতেরসে সম্প্রীতির ছবি শিল্পাঞ্চলে, এবার ঝাঁটা কিনলেন রেশমা খাতুনরাও

সুমন তেওয়ারি, আসানসোল: মঙ্গলবার ধনতেরসের দিন ভিড় উপচে পড়েছে কুলটি থানার নিয়ামতপুর বাজারে। মানুষজন ঠেলাঠেলি করেই জিনিস কিনছেন। বাঙালি, অবাঙালি মহিলাদের সঙ্গে পাল্লা দিয়ে ঝাঁটা কিনতে দেখা গেল বোরখা পরা এক তরুণীকেও। তিনি সীতারামপুরের রেশমা খাতুন। এক হাতে মোমবাতি। অন্যহাতে ঝাঁটা। তিনি বলছিলেন, ‘আমরাও ধনতেরস পালন করি। বাড়িতে মোমবাতি জ্বালাই। এখানে সবাই ঝাঁটা কিনছেন। আমরাও সেই রীতি পালন করা শুরু করেছি। এতে অভিনবত্ব কিছু নেই। আমাদের এলাকায় ঈদ, দুর্গাপুজোও সবাই একসঙ্গে করি। এটাই আমাদের মাটির বৈশিষ্ট্য।’ এক নাগাড়ে কথাগুলি বলে থামলেন রেশমা। রেশমার কথা শেষ না হতেই দোকানদার গুলু কেশরী বললেন, ‘বহু মুসলিম পরিবার এখন ধনতেরস পালন করে। প্রদীপ, মোমবাতি তারাও কেনে। এখানে উৎসবে আমরা সবাই এক। সম্প্রীতিই আমাদের শক্তি।’ স্বভাবতই ধনতেরসে সম্প্রীতির ছবি শিল্পাঞ্চলের বাজারগুলিতে। নিয়ামতপুর ছাড়াও আসানসোল, বার্নপুরের বাজারগুলিতেও ধনতেরসে কেনাকাটার ভিড়ে শামিল হয়েছেন মুসলিমরা। সবমিলিয়ে, শিল্পাঞ্চলের বাজারে জনজোয়ার। ভিড়ের চাপে যানচলাচল পর্যন্ত নিয়ন্ত্রণ করতে হয় পুলিসকে। তাতেও যানজটে নাকাল হলেন শহরবাসী। হরেক রকমের প্রদীপ, টুনি বাল্বের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ঝাঁটা, মোমবাতি আতসবাজি। ধনতেরসের দিন থেকেই দীপাবলি উৎসবে মাতোয়ারা শিল্পাঞ্চল। পুলিস সূত্রে জানা গিয়েছে, আসানসোর বাজারের সামনে জিটি রোড এদিন সকাল থেকেই লোকারণ্য হয়ে যায়। দোকানে ফুটপাতে ভিড়ের পাশাপাশি, মোমবাতি, ধূপ বিক্রি করতে রাস্তার একাংশ জুড়েই বসে পড়েছেন বিক্রেতারা। জিটি রোডের উপরই জমিয়ে চলছে কেনাকাটা। এক টাকার ছোট মাটির প্রদীপ থেকে ৬০ টাকার পঞ্চপ্রদীপও বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। ক্রেতাদের ভিড়ে রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে যায়। আসানসোলে জিটি রোড আশ্রম মোড় থেকে হটন রোড মোড় পর্যন্ত টোটো চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়। এর ফলে আবার রেল স্টেশন ডিআরএম অফিস যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। নিয়ামতপুরের মতো একই অবস্থায় দেখা যায় আসানসোল বাজারের জিটি রোড, বরাকর বাজারেও। সেখানেও অন্যদিনের তুলনায় অনেক বেশি মানুষের ভিড় দেখা গিয়েছে। বার্নপুর বাসস্ট্যাণ্ড, স্টেশন রোডেও ধনতেরস উপলক্ষ্যে মানুষের ব্যাপক ভিড় দেখা যায়। বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দর্শক টানতে গির্জামোড় সহ জিটি রোডের বিভিন্ন জায়গায় দোকানের সামনে রীতিমতো প্যাণ্ডেল করে নিজেদের সামগ্রী সাজিয়ে রাখেন ব্যবসায়ীরা। আসানসোল বাজার, বার্নপুর বাজার, রানিগঞ্জ মার্কেট সর্বত্র আলোয় সেজে উঠেছে। ধনতেরসের দিন থেকেই কালীপুজোর উৎসবে মাতোয়ারা আসানসোল থেকে রানিগঞ্জ, কুলটি অণ্ডাল। -নিজস্ব চিত্র  
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ বা দেবারাধনায় মানসিক শান্তি। মনে ভবিষ্যৎ চিন্তা ও অস্থিরতা। স্বাস্থ্য সমস্যা করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৫.০০ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৭ টাকা
ইউরো৮৯.২৫ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা