আমরা মেয়েরা

বাড়িতেই হোম স্টে তৈরি করছেন গ্রামের মহিলারা

মধ্যপ্রদেশ জুড়ে পর্যটনকে অগ্রসর করার জন্য এগিয়ে এসেছেন আঞ্চলিক মহিলারা। বিভিন্ন উপজাতির মহিলারা নিজেদের বাড়ির অংশ সাজিয়েগুছিয়ে গড়ে তুলছেন হোম স্টে। এই বিষয়ে ভোপালের বুড়ি বাই বিশেষ উল্লেখের দাবিদার। সরকারি পর্যটন দপ্তরের সাহায্য নিয়ে তিনি তাঁর বাড়ির সামনের দিকটা হোম স্টে হিসেবে তৈরি করে নিয়েছেন। মোটামুটি দু’বছর লেগেছে তাঁর এই কাজ করতে। বাড়িকে হোম স্টে-র উপযুক্ত করে তোলার জন্য সারাইয়ের কাজও নিজেই করেছেন তিনি। বাড়ির সামনের দিকের অংশ ভেঙে বাড়তি বারান্দা যোগ করেছেন। দাওয়ার অংশে আলাদা রকের মতো বসার ব্যবস্থা করেছেন, তা আবার নতুন করে প্লাস্টার করে হোম স্টে-র উপযুক্ত করেছেন। তাঁর কথায়, ‘বাড়ির সামনের দিকটা দেখে যাতে পর্যটকদের ভালো লাগে সেই চেষ্টাই করেছি।’ তাঁর স্বামী ট্রাক চালান। মাসের অধিকাংশ সময়ই রাজ্যের বাইরে কাটে তাঁর। ফলে হাতে প্রচুর সময় বুড়ি বাইয়ের। সেই সময় কাজে লাগিয়ে রোজগারের বিকল্প উপায় গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। আর সেই উপায় হিসেবে পর্যটনকেই বেছে নেন স্বভাবে আলাপি বুড়ি বাই।  বুড়ি বাইয়ের সাফল্য থেকে অনুপ্রেরণা পেয়েছেন ভোপালের আরও অনেক গ্রাম্য মহিলা। তাঁদের অন্যতম সুন্দরী বাই। স্বামী মারা গিয়েছেন, দুই ছেলে ভারতীয় সেনায় যুক্ত। পুত্রবধূদের সঙ্গে নিয়ে নিজের বাড়িটাকে হোম স্টে বানানোর কাজে অগ্রসর হন সুন্দরী। সরকারি সাহায্যে মোটামুটি এক বছরে বাড়ি মেরামত করে হোম স্টে-র ব্যবসা শুরু করেছেন তিনি। মধ্যপ্রদেশ পর্যটন বিভাগে এই মুহূর্তে উপজাতি শিল্প এবং ভিলেজ হোম স্টে বেশ উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। এই কাজে মূলত গ্রাম্য মহিলারাই এগিয়ে আসছেন।    
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা