Bartaman Patrika
সম্পাদকীয়
 

‘দ্বিতীয় শ্রেণির’ প্রচার

দেখেশুনে মনে হচ্ছে, তৃতীয়বারের জন্য কুর্সিতে বসতে বাঁধনছাড়া হয়ে উঠেছেন নরেন্দ্র মোদি। এতটাই যে, খোলাখুলি প্রচারে মুখে কোনও লাগাম রাখছেন না। এটা সকলেরই জানা যে, বিজেপি দলটা চলে আরএসএসের ভাবধারায়। আর এ দেশকে ‘হিন্দুরাষ্ট্র’ করে তোলাই যে নাগপুরের মূল লক্ষ্য—তাও কারও অজানা নয়। মোদির লক্ষ্য হল, নিজে ক্ষমতার শীর্ষে থাকতে থাকতেই সেই কাজ সম্পন্ন করে যাওয়া। বলা যায়, সেই গোপন এজেন্ডাকে সামনে রেখে লোকসভা নির্বাচনের প্রচারে মরিয়া হয়ে উঠেছেন তিনি। নিজের দশ বছরের শাসনকালের কোনও ‘ইতিবাচক’ দিক নয়, তাঁর প্রচারজুড়ে শোনা যাচ্ছে, ‘ভোট-জেহাদ’-এর তত্ত্ব। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ধরে রাখতে ‘তোষণের রাজনীতি’ করছে তৃণমূল এবং কংগ্রেস-বাম সহ বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চের দলগুলি। সরাসরি এই অভিযোগ তুলে তিনি হিন্দু ভোট নিশ্চিত করার খেলায় মেতেছেন। এজন্য ধর্মীয় বিদ্বেষ ছড়াতে অসত্যের আশ্রয় নিতেও তিনি দ্বিধা করছেন না। যেমন কংগ্রেসের ইস্তাহার নিয়ে তাঁর ব্যাখ্যা, দেশে ধর্মের আধারে সংরক্ষণ দেওয়ার ষড়যন্ত্র করছে এই দল। এসসি, এসটি, ওবিসিদের জন্য নির্ধারিত সংরক্ষণ ছিনিয়ে নিয়ে নিজেদের ‘জেহাদি ভোট ব্যাঙ্ক’ অর্থাৎ মুসলিমদের দিয়ে দিতে সংবিধান পাল্টাতে চায় কংগ্রেস। কংগ্রেস ক্ষমতায় এলে বিবাহিত হিন্দু মা-বোনেদের মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে বলে ঘৃণ্য প্রচার করতেও দু’বার ভাবছেন না প্রধানমন্ত্রী! এরপর পশ্চিমবঙ্গে প্রচারে এসে তিনি নতুন তত্ত্ব আমদানি করেছেন। এ রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক রক্ষায় শাসক তৃণমূল হিন্দুদের ‘দ্বিতীয় শ্রেণির’ নাগরিক করে রেখেছে বলে অভিযোগ করেন মোদি। ভোটে জিততে একজন প্রধানমন্ত্রী তথা শাসক দলের প্রধান মুখ কী করে এমন উস্কানিমূলক সাম্প্রদায়িক কথা বলতে পারেন, সঙ্গত কারণেই সেই প্রশ্ন উঠেছে।
শুধু মেরুকরণের কথাই নয়, মোদির বিরুদ্ধে মনগড়া তথ্য দিয়ে অসত্য প্রচারের অভিযোগও তুলেছে বিরোধীরা। যেমন মোদি বলছেন, দেশের শিশুরা তাঁর উত্তরসূরি। অথচ ঘটনা হল, বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি শিশু অভুক্ত থাকে। সংখ্যাটা প্রতিদিন ৬৭ লক্ষ। তৃণমূল মোদির দেওয়া নানা তথ্য খণ্ডন করেছে।  যেমন মোদির দাবি, তাঁর দশ বছরের শাসনে দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। প্রকৃত সত্য হল, দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যা এখনও ভারতেই সবচেয়ে বেশি। ২০২১ সালের তথ্য অনুযায়ী, ১৮ কোটি মানুষ দিনে ১৮০ টাকারও কম উপার্জন করেন। মোদির প্রচার, পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে তৃণমূলের কোনও দিশা নেই। বাস্তব ছবিটা হল, শেষ বারো বছরে বাংলার জিডিপি ৫ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৯ লক্ষ কোটি টাকা। মাথাপিছু বাৎসরিক আয় ৫১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ৪১ হাজার টাকা। মোদি বলছেন, পিএম কিষান সম্মাননিধি প্রকল্পে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তথ্য বলছে, এই প্রকল্পে দেশের ৪২ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ৩ হাজার কোটি টাকা জমা পড়েছে। কিন্তু মমতার সরকার রাজ্যের এক কোটির বেশি কৃষককে ১০ হাজার টাকা করে দিয়েছে। বাংলায় কৃষকের আয় এখন তিনগুণ হয়েছে। মোদির দাবি, বাংলায় পিছিয়ে পড়া মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে তৃণমূল। ঘটনা হল, কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে এসটি, এসসি, ওবিসিদের জন্য সংরক্ষিত ৪২ হাজার পদ খালি পড়ে রয়েছে। ১০ হাজার খালি পদ রয়েছে একলব্য স্কুলগুলিতে। এই মোদি জমানায় এসটি, এসসি সম্প্রদায়ের মানুষের উপর অপরাধের ঘটনা বেড়েছে ১৩ শতাংশ। এসটির ক্ষেত্রে তা ১৪ শতাংশ। মোদির ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর প্রচারকে কটাক্ষ করে বিরোধীরা বলছে, মাথাপিছু আয়ে ২০১৪তে ভারত ছিল ৫৫ নম্বরে। এখন দেশ নেমে দাঁড়িয়েছে ১১১ নম্বরে। মাত্র ১ শতাংশ মানুষের হাতে দেশের ৪০ শতাংশ সম্পদ গচ্ছিত। অন্যদিকে, নীচের তলার ৫৫ শতাংশের হাতে রয়েছে মাত্র ৩ শতাংশ সম্পদ।
এসব তথ্য মোদি জানেন না তা নয়। আসলে এই বাস্তব ছবিটা সামনে থাকায় তিনি ‘অসত্য’ সব তথ্যের আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ। তার চেয়েও বেশি, মেরুকরণের রাজনীতিতে ভর করে ভোট বৈতরণী পার হতে চাইছেন। সন্দেহ নেই, বাকি পাঁচ দফা ভোটে মোদির এই আগ্রাসী বিদ্বেষ প্রচার ও অসত্য তথ্য পরিবেশনের প্রবণতা বাড়বে। এতে কিছু মানুষ হয়তো বিভ্রান্তও হবেন, কিন্তু তাতে ক্ষমতায় ফেরার লক্ষ্যপূরণ হবে— এটা নিশ্চিত করে বলা যায় না। বরং ভারতের মতো বহু ভাষাভাষী দেশের ভোটাররা ধর্মনিরপেক্ষ চরিত্র ধরে রাখতে মোদিবাহিনীকে সমুচিত জবাব দেবেন—এই আশা অমূলক নয়। সবটাই নির্ভর করছে জনতার রায়ের উপর। দেশ শাসক তাঁদের বোকা ঠাওরে যদি অসত্য তথ্য দিয়ে মন জয়ের চেষ্টা করেন তাহলে তা অবিবেচকের মূর্খামি বলে গণ্য হতে পারে।
05th  May, 2024
জোড়া ধাক্কা

ভোট যত এগচ্ছে ততই চিন্তা বাড়ছে পদ্ম শিবিরের। এরই মধ্যে গোদের ওপর বিষফোড়ার মতো সুপ্রিম কোর্টের জোড়া ধাক্কা বেআব্রু করে দিয়েছে নরেন্দ্র মোদিকে। দশ বছর আগে দিল্লির মসনদে বসার পর থেকে কখনও প্রতিবাদী স্বরকে ‘শিক্ষা’ দিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউএপিএ আইনে নির্বিচার গ্রেপ্তার চালিয়েছে মোদি সরকার। বিশদ

কীসের পূর্বাভাস?

১৮তম লোকসভা নির্বাচনের প্রথম চার দফায় ৩৭৯টি আসনে ভোট হয়ে গিয়েছে। এই ভোট যতটা উদ্বেগে রেখেছে শাসক বিজেপিকে, ততটাই চাপে পড়েছে নির্বাচন কমিশন। কারণ, ভোটদানের হার। বিস্তর টালবাহানার পর কমিশনের দেওয়া তথ্যে জানা যাচ্ছে, চার দফা মিলিয়ে মোট ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ। বিশদ

18th  May, 2024
মুম্বই কাণ্ডে সচেতন বাংলা

নির্মীয়মাণ বহুতল ভবন ও ব্রিজ এবং পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার সাক্ষী বহু শহর। তাতে হতাহতও হন বহু মানুষ। মুম্বই দেখিয়ে দিল আপাত নিরীহ বিলবোর্ড বা হোর্ডিং যে বিপদ ডেকে আনতে পারে তার চেহারা সেসবের চেয়ে কোনও অংশে ছোট নয়! বিশদ

17th  May, 2024
রাজভবন ছাড়ুন বোস

১৭ নভেম্বর, ২০২২ রাষ্ট্রপতি ভবন খবর দিল যে, রাজভবন থেকে সরছেন বিতর্কিত জগদীপ ধনকর। স্বভাবতই রাজ্যের শাসক মহলে বইতে শুরু করল খুশির হাওয়া। কারণ ধনকরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মোদ্দা অভিযোগ ছিল, তিনি নির্বাচিত রাজ্য সরকারকে শান্তিতে কাজ করতে দিচ্ছেন না। বিশদ

16th  May, 2024
ব্যর্থতার মূলে সস্তা চমকগুচ্ছ

মোদি জমানা অগুনতি রেকর্ড সৃষ্টি করেছে এবং কিছু ক্ষেত্রে ভেঙেছে নিজেরই গড়া রেকর্ড! সেসব নিত্য নতুন ফরমানের। তাতে ভয়াবহ চমকই আছে কেবল, আম জনতার জন্য কোনও সুরাহা নেই। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল—রান্নার গ্যাসের কানেকশনের সঙ্গে আধার যাচাইকরণ। বিশদ

15th  May, 2024
মমতার অভিযোগেই মান্যতা

মোদির ঢিলের জবাব পাটকেলেই দিয়েছেন নবীন পট্টনায়েক। এতদিন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সীমাহীন বঞ্চনার অভিযোগে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। চলতি লোকসভা ভোটের প্রচারেও রাজ্যের বঞ্চনার অভিযোগকেই হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশদ

14th  May, 2024
ভোটদানে অগ্রণী বাংলার নারী

সাধারণ মানুষের, তার মধ্যে বিশেষ করে নারীর অধিকার সহজে প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক মুক্তির জন্য তাদের ভোটাধিকার অর্জন করা জরুরি ছিল। নারীর এই অধিকারের লড়াই বিকশিত হয় ব্রিটিশ ভারতে। অধিকার তাঁরা অর্জনও করেন সেইসময়। বিশদ

13th  May, 2024
আসল ইস্যু বেকারি, মূল্যবৃদ্ধি

সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ১০০ টাকা এবং জ্বালানি তেলের দাম লিটারে মাত্র দু’টাকা কমেছে। লোকসভা নির্বাচনের মুখেই তা ঘোষণা করেছিল মোদি সরকার। নিন্দুকেরা এও বলতে পারেন, মূল্যবৃদ্ধি নিয়ে আম জনতার ক্ষোভ প্রশমিত করতেই ভোটের আগে দামে সামান্য ছাড় ঘোষণা হয়েছে। বিশদ

12th  May, 2024
কীসের পূর্বাভাস?

আকাশ মেখে ঢাকলে, ঘনঘন বিদ্যুৎ চমকালে ঝড় ওঠে, বাজ পড়ে, ঝমঝমিয়ে বৃষ্টি নামে। গত প্রায় এক সপ্তাহ ধরে শেয়ার বাজারের পতনও কি দেশের শাসক বদলের কোনও ইঙ্গিত বহন করছে? এর সঠিক উত্তর জানা যাবে ৪ জুন। বিশদ

11th  May, 2024
ব্যুমেরাং গণঅভ্যুত্থান তত্ত্ব

বুধবার সন্দেশখালির এক মহিলা দাবি করলেন, ‘সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মামলা সাজিয়েছে বিজেপি। আর এখন মিথ্যা মামলা থেকে সরে আসতে চাইলে মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে ওরা!’ সামনে আসছে এরকম আরও অভিযোগ। বিশদ

10th  May, 2024
জাগ্রত ভোটযন্ত্র

আগামী মাসে গঠিত হবে নতুন কেন্দ্রীয় সরকার। সাতদফা নির্বাচনের তিনদফা ইতিমধ্যেই অতিক্রান্ত। মোট ৫৪৩ আসনের লোকসভায় ২৮৫টির জন্য ভোট নেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ বেশিরভাগ  আসনের জন্য চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে মানুষ। বিশদ

09th  May, 2024
মুখ খুলুন প্রধানমন্ত্রী

বিলকিস বানোর ধর্ষণকারীদের মাল্যবরণ করেছিল একটি দল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দোষীদের আগাম মুক্তির ব্যবস্থা করেছিল তাদের এক রাজ্য সরকার। এজন্য ধোঁকা দেওয়া হয়েছিল আদালতকেও। এই দলের রামরাজ্যের হাতরাস-সহ একগুচ্ছ নারীনির্যাতন কাণ্ডে মুখ পুড়েছে দেশের। বিশদ

08th  May, 2024
আইন ও নৈতিকতা

রাজ্যে ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে শিরোনামে চলে এসেছেন রাজভবনের কর্তা রাজ্যপাল। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। পুলিসের কাছে লিখিত অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, রাজ্যপালের অফিস ও কনফারেন্স রুমে দুটি ভিন্ন দিনে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। বিশদ

07th  May, 2024
এই তবে অমিতবিক্রম!

আগামী কাল, মঙ্গলবার লোকসভা ভোটগ্রহণের তৃতীয় দফা। ওই একদিনেই ভোট নেওয়া হবে গুজরাতের সব আসনে। তবে ২৬টি আসনে নয়, ২৫টিতে। কারণ সুরাতের বিজেপি প্রার্থী মুকেশ দালাল ইতিমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হয়েছেন! বিশদ

06th  May, 2024
আচরণবিধির ঊর্ধ্বে কেউ নয়

এমন হাস্যকর যুক্তি বোধহয় মোদি সরকারের পক্ষে দেওয়া সম্ভব! দেশজুড়ে করোনাকালে কেন্দ্রের দেওয়া কোভিশিল্ড টিকায় ছিল প্রাণঘাতী পার্শ্বপ্রতিক্রিয়ার বীজ। এমন অভিযোগ ওঠার পর টিকা প্রস্তুতকারী সংস্থার তরফে পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে স্বীকারোক্তির পরেই ভ্যাকসিনের শংসাপত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।
বিশদ

04th  May, 2024
হিংসা বন্ধে কে আন্তরিক

রাষ্ট্রব্যবস্থার একাধিক বিকল্পের মধ্যে গণতন্ত্রই যে সেরা, তা নিয়ে বিতর্কের অবকাশ কমই। মানুষ সমাজবদ্ধ হওয়ার শুরু থেকে রাষ্ট্রব্যবস্থা গ্রহণের উপর অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। আর এই সুদীর্ঘ চর্চার সেরা ফসল হিসেবে, আমাদের সামনে আপাতত রয়েছে গণতন্ত্র। বিশদ

03rd  May, 2024
একনজরে
রাজেশ্বরা প্যাটেল, রামরতন রাম, রামসুন্দর দাস, রামবিলাস পাসোয়ান। এঁরা প্রত্যেকেই কোনও না কোনও সময়ে বিহারের হাজিপুর লোকসভার আসনের সাংসদ। কাকতালীয় হলেও এঁদের সবার নামে রয়েছে দুই হিন্দু দেবতার উল্লেখ। রাম অথবা শিব। ...

তীরে এসেও ডুবল তরি। পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে ৩-২ গোলে হেরে ডেভেলপমেন্ট লিগে রানার্স ইস্ট বেঙ্গল। খেতাবি লড়াইয়ে বিনো জর্জকে টেক্কা দিলেন শঙ্করলাল চক্রবর্তী। ‘অপরাজেয় চ্যাম্পিয়ন’ শব্দবন্ধই পাঞ্জাবের ধারাবাহিকতার প্রমাণ।  ...

প্রায় আট বছর পর রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হল। ওই পদে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে নিয়োগ করা হয়েছে। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার রিয়েল স্টেট সংক্রান্ত ট্রাইব্যুনাল ‘রেরা’ গঠন করেছিল। ...

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ঠান্ডা পানীয় তৈরিতে দেদার ব্যবহৃত হচ্ছে মাছ, মাংস সংরক্ষণের বরফ! বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর শহর সহ প্রত্যেকটি ব্লকের বাজারগুলিতে থাকা মিষ্টি ও ঠান্ডা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমা, মেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থকড়ি আয় বাড়বে। ঝামেলা থেকে দূরে থাকুন। ধর্মে মতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯০: ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ও গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী হো চি মিনের জন্ম
১৯০৮: লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯০৪: ভারতের অগ্রণী শিল্পপতি ও টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজী টাটার মৃত্যু
১৯১৩: ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির জন্ম
১৯২২: বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী অমর পালের জন্ম
১৯৩৪: ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় লেখক রাসকিন বন্ডের জন্ম
১৯৩৮: অভিনেতা গিরীশ কারনাডের জন্ম
১৯৫৮: ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের মৃত্যু
১৯৭৪: চলচ্চিত্র অভিনেতা  নওয়াজুদ্দীন সিদ্দিকীর জন্ম
১৯৯৭: বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব শম্ভু মিত্রের মৃত্যু
২০০১: প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৫৩ টাকা ৮৪.২৭ টাকা
পাউন্ড ১০৪.২৩ টাকা ১০৭.৭১ টাকা
ইউরো ৮৯.২৯ টাকা ৯২.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৫,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ১৯ মে, ২০২৪। একাদশী ২২/১০  দিবা ১/৫১। হস্তা নক্ষত্র ৫৫/৪৩ রাত্রি ৩/১৬। সূর্যোদয় ৪/৫৮/৪৪, সূর্যাস্ত ৬/৭/২০। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৪ গতে ৯/২২ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ২/৩৭ মধ্যে। রাত্রি ৭/৩৪ মধ্যে পুনঃ ১০/২৮ গতে ১২/৩৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/২২ গতে ৫/১৫ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৬ মধ্যে। 
৫ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ১৯ মে, ২০২৪। একাদশী দিবা ১/২৪। হস্তা নক্ষত্র রাত্রি ৩/৫।সূর্যোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/১০। অমৃতযোগ দিবা ৬/৪২ গতে ৯/২২ মধ্যে ও ১২/৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ মধ্যে ও ১০/৩৪ গতে ১২/৪০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩২ গতে ৫/২৪ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১৩ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৬ মধ্যে। 
১০ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
খড়্গপুরে জুনের সমর্থনে দেবের রোড শো
আজ, রবিবার দুপুরে খড়্গপুর শহরে জুন মালিয়ার সমর্থনে রোড শো ...বিশদ

12:49:05 PM

হলদিয়ায় সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের রোড শো, রয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ও অভিনেতা বাদশা মৈত্র

12:44:49 PM

সুন্দরবন উপকূল এলাকায় চোরা শিকারির আক্রমণে মৃত্যু হল এক বনকর্মীর

12:43:28 PM

কল্যাণী ও হরিণঘাটার বিভিন্ন বুথে যাওয়ার জন্য কল্যাণী মহাবিদ্যালয়ের ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন

12:41:11 PM

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর মহাবিদ্যালয় সংলগ্ন মাঠে সিপিএমের জনসভা, রয়েছেন মহম্মদ সেলিম

12:37:33 PM

বালিবোঝাই মেশিন ভ্যানে ধাক্কা মারল ট্রেন
পাঁশকুড়া-দীঘা লাইনের নাচিন্দায় বিকল হয়ে যাওয়া বালিবোঝাই মেশিন ভ্যানে ধাক্কা ...বিশদ

12:37:00 PM