Bartaman Patrika
সম্পাদকীয়
 

কণ্ঠস্বরে কীসের ইঙ্গিত?

ভোটের দিন যত এগিয়ে আসছে, হিন্দু ভাবাবেগ উস্কে দিতে তত বেলাগাম হয়ে উঠছেন নরেন্দ্র মোদি! এতদিন তবু দেখা গিয়েছে, হিন্দুধর্ম, তার সনাতনী ঐতিহ্য, রামমন্দিরের মতো বিষয়গুলিকে নিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন মোদি। আবার পাকিস্তান বিরোধী জাতীয়তাবাদী ভাবাবেগকে উস্কে দিতে ধর্মীয় মেরুকরণের মোড়কে প্রচারে সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ আনছেন তিনি। এবার কোনও রাখঢাক না রেখে মানুষের খাদ্যাভ্যাস নিয়েও সেই মেরুকরণের পথেই হাঁটলেন! সরাসরি বললেন, রামনবমীর আগে চৈত্র মাসের নবরাত্রির সময়ে, বিজয়া দশমীর আগে নবরাত্রি বা দুর্গাপুজোর সময়ে অথবা শ্রাবণ মাসে যাঁরা আমিষ খান, তাঁদের মানসিকতা মুঘলদের মতো। হিন্দুদের পুজোপার্বণের সময়ে আমিষ খাওয়ার বিরুদ্ধে অনেক দিন ধরেই প্রচার চালাচ্ছে গেরুয়াবাহিনীর লোকেরা। আগেই আমিষ খাবারের উপরে হিন্দুত্ববাদীদের ফরমানের সাক্ষী থেকেছে দেশ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, হরিয়ানা তো বটেই, অতীতে দিল্লি পুরসভা রাজধানীতে চৈত্র মাসের নবরাত্রি উপলক্ষে বন্ধ করে দেয় মাছ-মাংসের বিক্রি। মোদির রাজ্য গুজরাতের আমেদাবাদ, ভাবনগর, জামনগরে আমিষ খাবারের স্টল বন্ধ করে দেওয়া হয়। এমনকী দিল্লিতে দুর্গাপুজোর প্রাঙ্গণে আমিষ খাবারের দোকানে তালা লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে এই জমানায়। শুক্রবার জম্মু-কাশ্মীরের উধমপুরের এক সভায় আমিষ খাবারের বিরুদ্ধে ব্যাট ধরে নরেন্দ্র মোদি সেই খাদ্য নিয়ে মেরুকরণের রাজনীতিতে সিলমোহর দিলেন। তাঁর কথায়, ‘দেশের আইন কাউকে কিছু খেতে বাধা দেয় না। এই মোদিও কাউকে আটকায় না। আমিষ বা নিরামিষ খাওয়ার স্বাধীনতা সকলের রয়েছে। কিন্তু নবরাত্রির সময়ে বিরোধীরা (লক্ষ্য রাহুল গান্ধী, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব) মাছ মাংস খাওয়ার ভিডিও প্রকাশ করে দেশের মানুষকে ব্যঙ্গ করেছে। এদের মানসিকতা মুঘলদের মতো। এরা হিন্দুদের অপমান করেছে, ভাবাবেগে আঘাত করছে।’ প্রশ্ন হল, দেশে নানা জ্বলন্ত সমস্যা থাকা সত্ত্বেও এবার কি প্রধানমন্ত্রীকে আমিষ নিরামিষ ইস্যুতে মাথা ঘামাতে হচ্ছে? এ কেমন মানসিকতা? 
হিন্দুরাষ্ট্র গঠনের লক্ষ্যে আরএসএস বিজেপি যে দৃঢ় পদক্ষেপে এগতে চাইছে, মোদির এই বক্তব্য তারই প্রতিফলন। এ কথা ঠিক যে, নবরাত্রি বা বিভিন্ন পুজোপার্বণে হিন্দুদের একটি অংশ নিরামিষ খান। কিন্তু সেই পথ ধরে বাকি অংশের মানুষকেও নিরামিষ খেতে হবে— মোদির বক্তব্যে সেই প্রশ্ন উঠেছে। বিরোধীদের অভিযোগ, খাদ্যের মতো পোশাক-পরিচ্ছদ, ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্যকে মুছে দিয়ে নিজেদের পছন্দের রুচি-অভ্যাস জোর করে চাপিয়ে দিতে চাইছেন নরেন্দ্র মোদি ও তাঁর প্রতিভূরা। এটা ‘তালিবানি’ কণ্ঠস্বর। অনেকেরই আশঙ্কা, তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় ফিরলে সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পরিবর্তে হিন্দুরাষ্ট্র গঠনের পথে হাঁটবেন মোদি। পরের ধাপে এক রাষ্ট্র, এক দল, এক নির্বাচনের আইন হবে। দেশে বিরোধী বলে কিছু থাকবে না। সেই লক্ষ্যেই ইতিহাস বদলে ফেলা হচ্ছে। বৈচিত্র্যময় এই দেশে খাদ্যাভ্যাস ও পরিধানেও কি এবার হুলিয়া জারির চেষ্টা চালাবেন দেশশাসক? সেই আশঙ্কা অমূলক নয়। 
কিন্তু মোদি বা আরএসএস-বিজেপি যা চান, দেশের অধিকাংশ মানুষ কিন্তু তা চান না। তাঁরা বরং মানুষের রুচি ও অভ্যাসের উপর সবটা ছেড়ে দিতে আগ্রহী। মোদিবাহিনী যে উগ্র হিন্দুত্ববাদের প্রচার চালাচ্ছে তাও না-পসন্দ দেশের অধিকাংশ নাগরিকের। কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত সিএসডিএস-লোকনীতির সমীক্ষা রিপোর্ট বলছে, ভারতের ১০ জন হিন্দুর মধ্যে ৮ জনই ধর্মীয় সহাবস্থানে বিশ্বাসী। প্রবীণদের ৭৩ শতাংশ এবং নবীন প্রজন্মের ৮১ শতাংশ ধর্মীয় বহুত্ববাদে বিশ্বাসী। আবার উচ্চশিক্ষিতদের মধ্যে ৮৩ শতাংশ মনে করেন, দেশের সব ধর্মের মানুষের সমান মর্যাদা পাওয়া উচিত। মোদি হয়তো চান, হিন্দুরাষ্ট্রের ভাবধারা মেনে দেশের মানুষ আমিষ পরিত্যাগ করুক। কিন্তু তাঁর সরকারের করা সমীক্ষাই বলছে, দেশের প্রতি তিনজনের মধ্যে দু’জন আমিষ খান। কেউ প্রতিদিন, কেউ সপ্তাহে একদিন, কেউ সুযোগ মতো মাছ, মাংস খান। সমীক্ষা আরও বলছে, মহিলাদের ২৯ শতাংশ এবং পুরুষদের ১৭ শতাংশ কোনও দিন আমিষ খাননি। এঁদের সিংহভাগ হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাতের মতো হিন্দিভাষী রাজ্যের বাসিন্দা। কিন্তু দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতের ছবিটা ঠিক উল্টো। উত্তরপূর্বের রাজ্যগুলিতে গড়ে ৯৯ শতাংশ মানুষ আমিষাশী। এই বঙ্গেও ৮৫ থেকে ৯০ শতাংশ মানুষের পছন্দ আমিষ। এও দেখা গিয়েছে, আমিষ খাওয়ার চল বেশি এমন রাজ্যগুলিতে দুর্গাপুজোর মতো উৎসব পার্বণের সময়ে মাছ-মাংসের চাহিদা বেড়ে যায়। এই প্রেক্ষাপটে মোদির সওয়াল যে ধর্মের ভিত্তিতে মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তা বলাই বাহুল্য। প্রশ্ন এই, তবে কি আবার ক্ষমতায় এলে নিজেদের পছন্দ চাপিয়ে দিতে হাতে বেত তুলে নেবেন মোদি?
14th  April, 2024
আতঙ্কেই কি ভোলবদল?

মাধ্যমিক পরীক্ষায় ‘বি’ গ্রেড পেয়ে (৩৪—৪৪ শতাংশ নম্বর) কোনও পড়ুয়া প্রথম হয়েছেন, এমন অবাস্তব ঘটনা কল্পনাও করা যায় না। কিন্তু নির্বাচনী গণতন্ত্রে এমনটা হতেই পারে! সাধারণ বিবেচনায় একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মানুষের (ন্যূনতম ৫১ শতাংশ) ভোট পেয়ে সরকার গঠনের দাবিদার হবে—এমনটাই হওয়া উচিত। বিশদ

নিন্দনীয় প্রয়াস

‘নহি দেবী, নহি সামান্যা নারী।/ পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে/ সে নহি নহি,/ হেলা করি মোরে রাখিবে পিছে/ সে নহি নহি।/ যদি পার্শ্বে রাখ মোরে/ সংকটে সম্পদে,/ সম্মতি দাও যদি কঠিন ব্রতে/ সহায় হতে,/ পাবে তবে তুমি চিনিতে মোরে।’ —চিত্রাঙ্গদা’য় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
বিশদ

29th  April, 2024
কড়ায় গণ্ডায় বুঝে নিতে...

ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে দিলে কী হয়, রাজধানী দিল্লিকে ঘিরে সাড়ে তিন বছর আগে কৃষক বিক্ষোভের সময় তা নিশ্চয়ই টের পেয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০২০-২১-এর সেই উত্তাল কৃষক আন্দোলনের কাছে মাথা নত করে সরকারের মুখ পুড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। বিশদ

28th  April, 2024
কোন আতঙ্কে সীমা অতিক্রম?

ভালো ব্যাটসম্যান যিনি হবেন, ক্রিকেটের ব্যাকরণ মেনে তিনি সোজা ব্যাটে খেলবেন, এটাই প্রত্যাশিত। দশ বছরের শাসক নরেন্দ্র মোদি ও তাঁর দলের দাবিও হল, এই আমলে সোজা ব্যাটে খেলার মতো অনেক কিছু রয়েছে। বিশদ

27th  April, 2024
আপাতত দুর্ভোগের গ্যারান্টি

২০১৪ সালে মোদি দিল্লির কুর্সি দখল করেন মনমোহন সিংয়ের অর্থনীতিকে দুয়ো দিয়ে। তিনি একইসঙ্গে মুণ্ডপাত করেন নেহরু-গান্ধী পরিবারতন্ত্রের। তাঁর মূল বক্তব্য ছিল, স্বাধীনতার সাড়ে ছয় দশক পরেও সবদিক থেকে দেশের দীনহীন অবস্থার এক ও একমাত্র কারণ ওই পরিবার নিয়ন্ত্রিত কংগ্রেস দলের নীতি।
বিশদ

26th  April, 2024
কমিশনের নজরদারি জরুরি

‘দেশ কে গদ্দারোঁ কো গোলি মারো সালো কো।’—এই হিন্দি স্লোগানের বাংলা মানে, ‘দেশদ্রোহীদের গুলি করে মেরে দাও।’ ২০২০ সালে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে এই স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। নালিশ যায় নির্বাচন কমিশনে। সে-বছর ১ মার্চ নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই হেট স্পিচ নিয়ে মন্ত্রী মহোদয় একাধিক মিডিয়ার প্রশ্নের মুখে পড়েন।
বিশদ

25th  April, 2024
অবিশ্বাস্য, উদ্বেগজনক

সাধারণ নির্বাচনে, ১৯ এপ্রিল প্রথম দফার ভোট নেওয়া হল—২১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত লোকসভার ১০২টি আসনে এবং অরুণাচল প্রদেশ ও সিকিম রাজ্য বিধানসভার জন্য। বিশদ

24th  April, 2024
অবাস্তব দাবি

লক্ষ্যে পৌঁছতে হলে স্বপ্ন দেখতে হয়। প্রায় প্রত্যেকের জীবনে ছোটবেলায় শোনা এই কথাটাকে শিরোধার্য করে অনেকে স্বপ্ন সত্যি করে দেখায়। আবার অনেকেই তা পারে না। কিন্তু স্বপ্নকে সাকার করার চেষ্টা আর গল্পের গোরু গাছে তোলা এক কথা নয়। বিশদ

23rd  April, 2024
আগাম অবাঞ্ছিত ভাবনা

নির্বাচনে লড়তে রাজনৈতিক দলগুলিকে বিপুল অর্থ খরচ করতে হয়। কিন্তু তারা টাকা পাবে কোত্থেকে? ব্যবসায়িক প্রতিষ্ঠান বা রোজগেরে ব্যক্তির মতো তো তার কোনও আয়ের উৎস নেই।
বিশদ

22nd  April, 2024
রং নিয়ে রং-বাজি!

রাষ্ট্রযন্ত্রের মাথায় বসে রং-বাজি শুরু করেছেন গেরুয়া শাসক! যে রং ত্যাগের প্রতীক হয়ে দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকায় জ্বলজ্বল করছে, যে রঙের বসন সাধু-সন্ন্যাসীদের আলাদা করে চিনিয়ে দেয়, সেই গেরুয়া রঙের যেন ঠিকাদারি নিয়েছে আরএসএস-বিজেপি। বিশদ

21st  April, 2024
বিরোধী দমনে এজেন্সি ‘অস্ত্র’!

বহু প্রতীক্ষিত চর্চিত লোকসভা ভোট শুরু হয়েছে শুক্রবার। এই ভোট শেষ হতে মে মাস গড়িয়ে যাবে। একদিকে নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ-র তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার চেষ্টা, অন্যদিকে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ মঞ্চের শাসন ক্ষমতা কেড়ে নেওয়ার লড়াইয়ের উত্তাপ যেন প্রবল দাবদাহকেও হার মানাচ্ছে।
বিশদ

20th  April, 2024
মানবসম্পদ সৃষ্টির ব্যর্থতা

জনসংখ্যা নিয়ে মত দু’রকম। একদল মানুষ একটি দেশে জনসংখ্যা কম রাখার পক্ষে। তাঁরা মনে করেন, স্বল্প সংখ্যক মানুষকে সহজেই পর্যাপ্ত ও উপযুক্ত মানের পরিষেবা ও স্বাচ্ছন্দ্য দেওয়া সম্ভব। অন্য পক্ষের বক্তব্য, বেশি জনসংখ্যা কোনোভাবেই অগ‍্রগতির অন্তরায় নয়, বরং অনেকাংশে সহায়ক। বিশদ

19th  April, 2024
অবশেষে আশার আলো

রাজ্য ও রাজ্যপালের সংঘাত স্বাধীন ভারতের আদি সমস্যা। মোদিযুগে সেটা ভয়ংকর খারাপ জায়গায় পৌঁছেছে। সংঘাতের কেন্দ্রে একাধিক বিষয়।
বিশদ

18th  April, 2024
স্বখাত-সলিলে বিজেপি

শাসন ব্যবস্থার যে সংসদীয় গণতান্ত্রিক মডেল ভারত গ্রহণ করেছে, সেখানে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দল অংশ নিতে পারে। দলবহির্ভূত নাগরিকও প্রতিযোগিতায় যোগ দিতে পারেন ‘নিদল’ প্রার্থী হিসেবে। বিশদ

17th  April, 2024
ব্যক্তিপুজো!

বিক্রির নিশ্চয়তা নেই। কিন্তু গেরুয়া শিবিরের সবচেয়ে মূল্যবান ‘ম্যাজিক পণ্য’ যে নরেন্দ্র মোদি, আর একবার যেন তা বুঝিয়ে দিল বিজেপি। কেন একথা উঠছে? নির্বাচন এলে জাতীয়, আঞ্চলিক প্রায় সব দলই ইস্তাহার প্রকাশ করে। সেটাই দস্তুর। বাংলা নববর্ষের দিন, সংবিধানপ্রণেতা আম্বেদকরের জন্মদিনকে স্মরণে রেখে রবিবার সেই ইস্তাহার প্রকাশ করেছে দেশের শাসকগোষ্ঠী।
বিশদ

16th  April, 2024
শুরুর মুহূর্তেই অশুভ ইঙ্গিত

সাধারণ নির্বাচনের জন্য দেশজুড়ে ভোট নেওয়া হবে মোট সাত দফায়। প্রথম দফার ভোট গ্রহণের বাকি আর মাত্র তিনদিন। তামিলনাড়ু-সহ ১৭টি রাজ্য এবং জম্মু ও কাশ্মীরসহ চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি লোকসভা আসনের জন্য ভোট নেওয়া হবে ১৯ এপ্রিল। উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গ-সহ ১৬টি রাজ্যের কিয়দংশ আসনেই ভোট নেওয়া হবে।
বিশদ

15th  April, 2024
একনজরে
আগামী দু’বছরের মধ্যে একটা ট্রফি জিততেই হবে বাবর আজমদের। ওডিআই ও টি-২০ ফরম্যাটে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের ...

পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানিকটা ম্রিয়মাণ। এখনও পর্যন্ত তিনি জনসভা করেছেন মাত্র দু’টি। তিনি মালদহে একটি রোড শোতে অংশ নিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই জনসভা করে ফেলেছেন ন’টি। ...

‘মা-মাটি-মানুষ নিয়ে বাংলা আছে ভালো।’ এই থিম সং তৃণমূলের যে কোনও সভা শুরু হওয়ার আগেই শোনা যাচ্ছে। সেই সুরের যেন প্রতিধ্বনি শোনা গেল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চা চক্রে। অবাক মনে হলেও এটাই সত্যি। তবে তিনি তৃণমূলের থিম ...

জমি দুর্নীতি মামলায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদনের প্রেক্ষিতে ইডির জবাব চাইল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে। আগামী ৬ মের মধ্যে এব্যপারে জবাব দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সব কর্মেই অর্থকড়ি উপার্জন বাড়বে। কর্মের পরিবেশে জটিলতা। মানসিক উত্তেজনা কমাতে চেষ্টা করুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক নৃত্য দিবস
১৬৩৯ - দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়
১৮৪৮- শিল্পী রাজা রবি বর্মার জন্ম
১৯১৭ – সঙ্গীতবিশারদ দিলীপকুমার রায়ের জন্ম
১৯১৯ - জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন
১৯১৯- বিশিষ্ট তবলাবাদক ওস্তাদ আল্লারাখার জন্ম
১৯৩৯- কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সুভাষচন্দ্র বসু
১৯৪৫ -  জার্মান বাহিনীর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ
১৯৪৫ – ইতালির একনায়ক মুসোলিনীর মৃত্যু
১৯৪৯ -  বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরীর জন্ম
১৯৫৪ -  ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত
১৯৭০ - টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাসির  জন্ম
১৯৮০ - চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক স্যার আলফ্রেড যোসেফ হিচককের মৃত্যু
১৯৯৭ -   ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়
২০২০ - বিশিষ্টঅভিনেতা  ইরফান খানের মৃত্যু 

29th  April, 2024


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫৭ টাকা ৮৫.০০ টাকা
পাউন্ড ১০২.১২ টাকা ১০৬.৬৩ টাকা
ইউরো ৮৭.৩৭ টাকা ৯১.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৭ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪। ষষ্ঠী ৪/৫৩ দিবা ৭/৬। উত্তরাষাঢ়া নক্ষত্র ৫৭/৩০ রাত্রি ৪/৯। সূর্যোদয় ৫/৮/৩৯, সূর্যাস্ত ৫/৫৯/৪। অমৃতযোগ দিবা ৭/৪৩ গতে ১০/১৭ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩৩ মধ্যে পুনঃ ৩/২৫ গতে ৫/৮ মধ্যে। রাত্রি ৬/৪৩ মধ্যে পুনঃ ৮/৫৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/২৬ গতে ২/৫৬ মধ্যে। বারবেলা ৬/৪৫ গতে ৮/২১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/২৩ গতে ৮/৪৬ মধ্যে। 
১৭ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪। সপ্তমী রাত্রি ২/৪৫। উত্তরাষাঢ়া নক্ষত্র রাত্রি ১/৩৩। সূর্যোদয় ৫/৯, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ দিবা ৭/৩৭ গতে ১০/১৪ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৬ মধ্যে ও ৩/২৯ গতে ৫/১৩ মধ্যে এবং রাত্রি ৬/৪৯ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২২ গতে ২/৪৯ মধ্যে। বারবেলা ৬/৪৬ গতে ৮/২২ মধ্যে ও ১/১১ গতে ২/৪৭ মধ্যে। কালরাত্রি ৭/২৪ গতে ৮/৪৭ মধ্যে। 
২০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মনোনয়নপত্র জমা দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি সভাপতি নবীন পট্টনায়েক

02:42:43 PM

লন্ডনের মেট্রো স্টেশনে ছুরি হাতে হামলা চালাল দুষ্কৃতী, জখম বহু

02:41:11 PM

মনোনয়নপত্র জমা দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

02:39:37 PM

দিল্লি প্রদেশ কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হলেন দেবেন্দ্র যাদব

02:00:48 PM

সংরক্ষণ নিয়ে ভুয়ো ভিডিও ছড়াচ্ছে, কংগ্রেসকে তোপ শাহের
সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বিকৃত’ ভিডিও ছড়ানোর অভিযোগে ...বিশদ

01:57:41 PM

বাংলার গরিব জনতার টাকা যাঁরা খেয়েছেন তাঁরা জেলে যাবেনই: অমিত শাহ

01:53:44 PM