Bartaman Patrika
সম্পাদকীয়
 

কেন্দ্রের ‘গিভ অ্যান্ড টেক’ নীতি!

‘বিশ্বের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি’ ( কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর বক্তব্য) নির্বাচনী বন্ডের তথ্য ফাঁস হতেই সব অঙ্ক কেমন জলের মতো মিলে যেতে শুরু করেছে! মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধান বক্তব্য, অভিযোগের নামে নানা অজুহাতে শুধু বিরোধী নেতা-নেত্রীদের ফাঁসাতে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এঁদের মধ্যে যাঁরা পদ্মশিবিরে যোগ দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে সব অভিযোগ কর্পূরের মতো উবে যাচ্ছে! গত দশ বছরে এমন ৩৫ জন বিরোধী নেতানেত্রী বিজেপি’র ‘ওয়াশিং মেশিন’-এ সাফ হয়ে নতুন জীবন লাভ করেছেন। কিন্তু নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে, একজন অঙ্কে কাঁচা ছাত্রও অনায়াসে সব ফর্মুলার সমাধান করে ফেলছে। যেমন, ইডি-সিবিআইয়ের ‘বড় প্রেম’ শুধু বিরোধী দল ভাঙতেই তৎপর নয়, তারা ‘প্রভু’ নরেন্দ্র মোদির দলের কোষাগার ভরাতেও কেমনভাবে সক্রিয়— সেই ফর্মুলার সমাধান করে ফেলা। আবার ওষুধের গুণমান নিয়ে গুরুতর প্রশ্ন ওঠায় কীভাবে দেশের শীর্ষ স্থানীয় কিছু ফার্মা কোম্পানি মোটা অঙ্কের ‘চাঁদা’ দিয়ে শাসকগোষ্ঠীর মুখ বন্ধ করে দিয়েছে অথবা চাঁদার বিনিময়ে কীভাবে ওষুধের দাম বাড়ানোর ছাড়পত্র পেয়েছে— সেই ফর্মুলাও পরিষ্কার। এ যেন একেবারে ‘গিভ অ্যান্ড টেক পলিসি।’ এই কারণেই এডিআর-এর মতো সংস্থা সুপ্রিম কোর্টের বিশেষ নজরদারিতে তদন্তের দাবি জানিয়ে বলেছে, কোন সংস্থা কোন দলকে কত চাঁদা দিয়েছে তা জানা গিয়েছে ঠিকই, কিন্তু কীসের বিনিময়ে সেই চাঁদা দেওয়া হয়েছে তা পরিষ্কার হওয়া দরকার। ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে কীভাবে সেই চাঁদা আদায় করা হয়েছে— সে সবও সামনে আসা উচিত।
অঙ্ক কীভাবে মিলে গিয়েছে সেদিকে চোখ রাখলেই বিশেষ তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার আর সুযোগ থাকবে না। বন্ডের তথ্যে দেখা যাচ্ছে, ৩৩টি সংস্থা কেন্দ্র-রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলকে মোট ১ হাজার ৭৫১ কোটি টাকা চাঁদার বিনিময়ে মোট ৩.৭ লক্ষ কোটি টাকার সরকারি প্রকল্পের বরাত পেয়েছে। আবার ইডি, সিবিআই-আয়কর দপ্তরের তদন্তাধীন ৪১টি সংস্থা শুধু বিজেপিকে চাঁদা দিয়েছে ২ হাজার ৪৭১ কোটি টাকা। এরমধ্যে ১ হাজার ৬৯৮ কোটি টাকা চাঁদা জমা পড়ে তদন্তকারী সংস্থাগুলির হানার পরে। ৪৯টি ক্ষেত্রে দেখা গিয়েছে, ৬২ হাজার কোটি টাকার বরাত মেলার পরে বিভিন্ন সংস্থা চাঁদা দিয়েছে মোট ৫৮০ কোটি টাকা। আবার ১৯২টি ক্ষেত্রে বরাত পাওয়ার আগেই ৫৫১ কোটি টাকা চাঁদা দেওয়া হয়েছে। এসবই হল শাসকগোষ্ঠীর সঙ্গে কিছু কর্পোরেটের মধুর সম্পর্কের টুকরো ঝলক। আর কে না জানে মোদি সরকারের কর্পোরেট তোষণ নীতির কথা। বলার অপেক্ষা রাখে না, মোদি জমানায় ‘এজেন্সিরাজ এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। সেই আতঙ্কেই নাকি ভরছে বিজেপি’র তহবিল। হয়তো এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপির টাকা তোলার বক্স’।
মিলে যাওয়া অঙ্কে দেখা যাচ্ছে এই অশুভ আঁতাতের হাত থেকে মানুষের জীবনও বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। সংবাদে প্রকাশ, বন্ড মারফত দেশের ৩৫টি ওষুধ উৎপাদনকারী সংস্থার চাঁদার পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। এরমধ্যে অন্তত সাতটি সংস্থার ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন ওঠার পরে তারা বন্ড কিনেছে। যেমন তেলেঙ্গানার একটি সংস্থাকে ছ’টি নোটিস পাঠিয়েছিল মহারাষ্ট্রের ফুড  অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এরপরই তারা ৪০ কোটি টাকার বন্ড কেনায় সব অভিযোগ ঠান্ডা ঘরে চলে গিয়েছে। এই সংস্থাই গুজরাতের একটি ওষুধ কোম্পানিকে নোটিস দেওয়ার পরে তারা বন্ড কেনে ৭৭ কোটি টাকার। আবার বিহারের নিয়ামক সংস্থা গুজরাতের অন্য এক সংস্থাকে নোটিস পাঠানোর পর তারা ২৯ কোটি টাকার বন্ড কেনে। এমন নজির আরও আছে। তার মানে কি এই দাঁড়াল না শাসকদলকে মোটা অঙ্কের চাঁদা দিয়ে এইসব সংস্থা নিম্নমানের ওষুধ তৈরি ও বিক্রির ছাড়পত্র পেয়েছে? যা আসলে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করার নামান্তর। এখানেই শেষ নয়, ‘চাঁন্দা দো, ধান্দা লো’-র ফর্মুলা মেনে গত কয়েক বছরে অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেড়েছে হু হু করে। চলতি মাসের ১ এপ্রিল থেকে আরও এক দফা দাম বেড়েছে ৮০০টি ওষুধের। একটা সময়ে ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে ড্রাগ-প্রাইস কন্ট্রোল অর্ডার আইন চালু হয়। পরবর্তীকালে এই আইনের সংশোধন করে মাত্র ৩৫টি ওষুধকে দাম নিয়ন্ত্রণের তালিকায় রাখা হয়। এর বিরুদ্ধে মামলা হলে আদালতের নির্দেশে ২০১২ সালে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাও তৈরি হয়। কিন্তু মোদি জমানায় ২০১৮-১৯ সাল থেকে নানা অজুহাত দেখিয়ে দাম বাড়ানোর ছাড়পত্র দেওয়া হয়। লক্ষণীয়, ওই সময়েই চালু হয় নির্বাচনী বন্ড। মূলত কেন্দ্রীয় সরকারের নীতির কারণে এরপর থেকে প্রতি বছর ওষুধের দাম বেড়েই চলেছে। আর অলিখিত শর্ত মেনে মোটা অঙ্কের চাঁদাও মিলছে! মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এই রোগের দাওয়াই নিয়ে কোনও চিন্তাভাবনাই নেই দেশ শাসকের।
09th  April, 2024
আতঙ্কেই কি ভোলবদল?

মাধ্যমিক পরীক্ষায় ‘বি’ গ্রেড পেয়ে (৩৪—৪৪ শতাংশ নম্বর) কোনও পড়ুয়া প্রথম হয়েছেন, এমন অবাস্তব ঘটনা কল্পনাও করা যায় না। কিন্তু নির্বাচনী গণতন্ত্রে এমনটা হতেই পারে! সাধারণ বিবেচনায় একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মানুষের (ন্যূনতম ৫১ শতাংশ) ভোট পেয়ে সরকার গঠনের দাবিদার হবে—এমনটাই হওয়া উচিত। বিশদ

নিন্দনীয় প্রয়াস

‘নহি দেবী, নহি সামান্যা নারী।/ পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে/ সে নহি নহি,/ হেলা করি মোরে রাখিবে পিছে/ সে নহি নহি।/ যদি পার্শ্বে রাখ মোরে/ সংকটে সম্পদে,/ সম্মতি দাও যদি কঠিন ব্রতে/ সহায় হতে,/ পাবে তবে তুমি চিনিতে মোরে।’ —চিত্রাঙ্গদা’য় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
বিশদ

29th  April, 2024
কড়ায় গণ্ডায় বুঝে নিতে...

ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে দিলে কী হয়, রাজধানী দিল্লিকে ঘিরে সাড়ে তিন বছর আগে কৃষক বিক্ষোভের সময় তা নিশ্চয়ই টের পেয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০২০-২১-এর সেই উত্তাল কৃষক আন্দোলনের কাছে মাথা নত করে সরকারের মুখ পুড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। বিশদ

28th  April, 2024
কোন আতঙ্কে সীমা অতিক্রম?

ভালো ব্যাটসম্যান যিনি হবেন, ক্রিকেটের ব্যাকরণ মেনে তিনি সোজা ব্যাটে খেলবেন, এটাই প্রত্যাশিত। দশ বছরের শাসক নরেন্দ্র মোদি ও তাঁর দলের দাবিও হল, এই আমলে সোজা ব্যাটে খেলার মতো অনেক কিছু রয়েছে। বিশদ

27th  April, 2024
আপাতত দুর্ভোগের গ্যারান্টি

২০১৪ সালে মোদি দিল্লির কুর্সি দখল করেন মনমোহন সিংয়ের অর্থনীতিকে দুয়ো দিয়ে। তিনি একইসঙ্গে মুণ্ডপাত করেন নেহরু-গান্ধী পরিবারতন্ত্রের। তাঁর মূল বক্তব্য ছিল, স্বাধীনতার সাড়ে ছয় দশক পরেও সবদিক থেকে দেশের দীনহীন অবস্থার এক ও একমাত্র কারণ ওই পরিবার নিয়ন্ত্রিত কংগ্রেস দলের নীতি।
বিশদ

26th  April, 2024
কমিশনের নজরদারি জরুরি

‘দেশ কে গদ্দারোঁ কো গোলি মারো সালো কো।’—এই হিন্দি স্লোগানের বাংলা মানে, ‘দেশদ্রোহীদের গুলি করে মেরে দাও।’ ২০২০ সালে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে এই স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। নালিশ যায় নির্বাচন কমিশনে। সে-বছর ১ মার্চ নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই হেট স্পিচ নিয়ে মন্ত্রী মহোদয় একাধিক মিডিয়ার প্রশ্নের মুখে পড়েন।
বিশদ

25th  April, 2024
অবিশ্বাস্য, উদ্বেগজনক

সাধারণ নির্বাচনে, ১৯ এপ্রিল প্রথম দফার ভোট নেওয়া হল—২১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত লোকসভার ১০২টি আসনে এবং অরুণাচল প্রদেশ ও সিকিম রাজ্য বিধানসভার জন্য। বিশদ

24th  April, 2024
অবাস্তব দাবি

লক্ষ্যে পৌঁছতে হলে স্বপ্ন দেখতে হয়। প্রায় প্রত্যেকের জীবনে ছোটবেলায় শোনা এই কথাটাকে শিরোধার্য করে অনেকে স্বপ্ন সত্যি করে দেখায়। আবার অনেকেই তা পারে না। কিন্তু স্বপ্নকে সাকার করার চেষ্টা আর গল্পের গোরু গাছে তোলা এক কথা নয়। বিশদ

23rd  April, 2024
আগাম অবাঞ্ছিত ভাবনা

নির্বাচনে লড়তে রাজনৈতিক দলগুলিকে বিপুল অর্থ খরচ করতে হয়। কিন্তু তারা টাকা পাবে কোত্থেকে? ব্যবসায়িক প্রতিষ্ঠান বা রোজগেরে ব্যক্তির মতো তো তার কোনও আয়ের উৎস নেই।
বিশদ

22nd  April, 2024
রং নিয়ে রং-বাজি!

রাষ্ট্রযন্ত্রের মাথায় বসে রং-বাজি শুরু করেছেন গেরুয়া শাসক! যে রং ত্যাগের প্রতীক হয়ে দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকায় জ্বলজ্বল করছে, যে রঙের বসন সাধু-সন্ন্যাসীদের আলাদা করে চিনিয়ে দেয়, সেই গেরুয়া রঙের যেন ঠিকাদারি নিয়েছে আরএসএস-বিজেপি। বিশদ

21st  April, 2024
বিরোধী দমনে এজেন্সি ‘অস্ত্র’!

বহু প্রতীক্ষিত চর্চিত লোকসভা ভোট শুরু হয়েছে শুক্রবার। এই ভোট শেষ হতে মে মাস গড়িয়ে যাবে। একদিকে নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ-র তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার চেষ্টা, অন্যদিকে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ মঞ্চের শাসন ক্ষমতা কেড়ে নেওয়ার লড়াইয়ের উত্তাপ যেন প্রবল দাবদাহকেও হার মানাচ্ছে।
বিশদ

20th  April, 2024
মানবসম্পদ সৃষ্টির ব্যর্থতা

জনসংখ্যা নিয়ে মত দু’রকম। একদল মানুষ একটি দেশে জনসংখ্যা কম রাখার পক্ষে। তাঁরা মনে করেন, স্বল্প সংখ্যক মানুষকে সহজেই পর্যাপ্ত ও উপযুক্ত মানের পরিষেবা ও স্বাচ্ছন্দ্য দেওয়া সম্ভব। অন্য পক্ষের বক্তব্য, বেশি জনসংখ্যা কোনোভাবেই অগ‍্রগতির অন্তরায় নয়, বরং অনেকাংশে সহায়ক। বিশদ

19th  April, 2024
অবশেষে আশার আলো

রাজ্য ও রাজ্যপালের সংঘাত স্বাধীন ভারতের আদি সমস্যা। মোদিযুগে সেটা ভয়ংকর খারাপ জায়গায় পৌঁছেছে। সংঘাতের কেন্দ্রে একাধিক বিষয়।
বিশদ

18th  April, 2024
স্বখাত-সলিলে বিজেপি

শাসন ব্যবস্থার যে সংসদীয় গণতান্ত্রিক মডেল ভারত গ্রহণ করেছে, সেখানে বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দল অংশ নিতে পারে। দলবহির্ভূত নাগরিকও প্রতিযোগিতায় যোগ দিতে পারেন ‘নিদল’ প্রার্থী হিসেবে। বিশদ

17th  April, 2024
ব্যক্তিপুজো!

বিক্রির নিশ্চয়তা নেই। কিন্তু গেরুয়া শিবিরের সবচেয়ে মূল্যবান ‘ম্যাজিক পণ্য’ যে নরেন্দ্র মোদি, আর একবার যেন তা বুঝিয়ে দিল বিজেপি। কেন একথা উঠছে? নির্বাচন এলে জাতীয়, আঞ্চলিক প্রায় সব দলই ইস্তাহার প্রকাশ করে। সেটাই দস্তুর। বাংলা নববর্ষের দিন, সংবিধানপ্রণেতা আম্বেদকরের জন্মদিনকে স্মরণে রেখে রবিবার সেই ইস্তাহার প্রকাশ করেছে দেশের শাসকগোষ্ঠী।
বিশদ

16th  April, 2024
শুরুর মুহূর্তেই অশুভ ইঙ্গিত

সাধারণ নির্বাচনের জন্য দেশজুড়ে ভোট নেওয়া হবে মোট সাত দফায়। প্রথম দফার ভোট গ্রহণের বাকি আর মাত্র তিনদিন। তামিলনাড়ু-সহ ১৭টি রাজ্য এবং জম্মু ও কাশ্মীরসহ চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি লোকসভা আসনের জন্য ভোট নেওয়া হবে ১৯ এপ্রিল। উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গ-সহ ১৬টি রাজ্যের কিয়দংশ আসনেই ভোট নেওয়া হবে।
বিশদ

15th  April, 2024
একনজরে
জমি দুর্নীতি মামলায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদনের প্রেক্ষিতে ইডির জবাব চাইল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে। আগামী ৬ মের মধ্যে এব্যপারে জবাব দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী ...

 নির্বাচন ঘোষণার পর থেকেই  দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি লোকসভা আসনের প্রার্থীদের প্রচার শুরু হয়ে যায় পুরোদমে। তার প্রায় দেড় মাস পর দেখা যাচ্ছে, প্রচার ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সংখ্যার নিরিখে যাদবপুর লোকসভা অন্য কেন্দ্রগুলির তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। ...

পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানিকটা ম্রিয়মাণ। এখনও পর্যন্ত তিনি জনসভা করেছেন মাত্র দু’টি। তিনি মালদহে একটি রোড শোতে অংশ নিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই জনসভা করে ফেলেছেন ন’টি। ...

আগামী দু’বছরের মধ্যে একটা ট্রফি জিততেই হবে বাবর আজমদের। ওডিআই ও টি-২০ ফরম্যাটে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সব কর্মেই অর্থকড়ি উপার্জন বাড়বে। কর্মের পরিবেশে জটিলতা। মানসিক উত্তেজনা কমাতে চেষ্টা করুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক নৃত্য দিবস
১৬৩৯ - দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়
১৮৪৮- শিল্পী রাজা রবি বর্মার জন্ম
১৯১৭ – সঙ্গীতবিশারদ দিলীপকুমার রায়ের জন্ম
১৯১৯ - জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন
১৯১৯- বিশিষ্ট তবলাবাদক ওস্তাদ আল্লারাখার জন্ম
১৯৩৯- কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সুভাষচন্দ্র বসু
১৯৪৫ -  জার্মান বাহিনীর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ
১৯৪৫ – ইতালির একনায়ক মুসোলিনীর মৃত্যু
১৯৪৯ -  বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরীর জন্ম
১৯৫৪ -  ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত
১৯৭০ - টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাসির  জন্ম
১৯৮০ - চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক স্যার আলফ্রেড যোসেফ হিচককের মৃত্যু
১৯৯৭ -   ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়
২০২০ - বিশিষ্টঅভিনেতা  ইরফান খানের মৃত্যু 

29th  April, 2024


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫৭ টাকা ৮৫.০০ টাকা
পাউন্ড ১০২.১২ টাকা ১০৬.৬৩ টাকা
ইউরো ৮৭.৩৭ টাকা ৯১.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৭ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪। ষষ্ঠী ৪/৫৩ দিবা ৭/৬। উত্তরাষাঢ়া নক্ষত্র ৫৭/৩০ রাত্রি ৪/৯। সূর্যোদয় ৫/৮/৩৯, সূর্যাস্ত ৫/৫৯/৪। অমৃতযোগ দিবা ৭/৪৩ গতে ১০/১৭ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩৩ মধ্যে পুনঃ ৩/২৫ গতে ৫/৮ মধ্যে। রাত্রি ৬/৪৩ মধ্যে পুনঃ ৮/৫৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/২৬ গতে ২/৫৬ মধ্যে। বারবেলা ৬/৪৫ গতে ৮/২১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/২৩ গতে ৮/৪৬ মধ্যে। 
১৭ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪। সপ্তমী রাত্রি ২/৪৫। উত্তরাষাঢ়া নক্ষত্র রাত্রি ১/৩৩। সূর্যোদয় ৫/৯, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ দিবা ৭/৩৭ গতে ১০/১৪ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৬ মধ্যে ও ৩/২৯ গতে ৫/১৩ মধ্যে এবং রাত্রি ৬/৪৯ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২২ গতে ২/৪৯ মধ্যে। বারবেলা ৬/৪৬ গতে ৮/২২ মধ্যে ও ১/১১ গতে ২/৪৭ মধ্যে। কালরাত্রি ৭/২৪ গতে ৮/৪৭ মধ্যে। 
২০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইংলিশবাজারে পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

06:08:27 PM

লন্ডনে তরবারি নিয়ে হামলা, মৃত এক কিশোর, জখম দুই পুলিস আধিকারিক সহ ৫ 

05:59:00 PM

কলকাতায় জোড়া রেকর্ড গড়ল গরম
গরমে ফুটছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। তার সঙ্গে যোগ হয়েছে তাপপ্রবাহ। ...বিশদ

04:56:54 PM

১৮৮ পয়েন্ট পড়ল সেনসেক্স

04:24:09 PM

পাথরপ্রতিমার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:22:00 PM

ঘোষণা হয়ে গেল আইসিসি টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল
আসন্ন পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় দল ...বিশদ

04:19:02 PM