Bartaman Patrika
খেলা
 

লখনউকে চূর্ণ করে শীর্ষে কেকেআর

লখনউ: দাপটে লখনউ বধ কলকাতার। রবিবার একানা স্টেডিয়ামে লোকেশ রাহুলের দলকে ৯৮ রানের বড়সড় ব্যবধানে হারাল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। একইসঙ্গে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে উঠে এল পয়েন্ট টেবিলের শীর্ষে। নেট রান-রেটে পিছিয়ে পড়ায় দ্বিতীয় স্থানে নামল এক ম্যাচ কম খেলা রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে প্লে-অফের টিকিট কার্যত নিশ্চিত করে ফেললেন শ্রেয়স আয়াররা। টস হেরে ব্যাট করতে নেমে সুনীল নারিনের ঝোড়ো ইনিংসের সুবাদে ৬ উইকেটে ২৩৫ তুলেছিল কেকেআর, যা এই মাঠে রেকর্ড। জবাবে এলএসজি সামান্যতম লড়াইও করতে পারল না। ১৬.১ ওভারে ১৩৭ রানে দাঁড়ি পড়ল হোমটিমের ইনিংসে।
রান তাড়ার শুরুটাই ভালো হয়নি লখনউয়ের। ইনিংসের দ্বিতীয় ওভারে মিচেল স্টার্কের বলে আউট হন ইমপ্যাক্ট সাব অর্শিন কুলকার্নি (৯)। অসাধারণ দক্ষতায় তাঁর ক্যাচ তালুবন্দি করেন রমনদীপ। অধিনায়ক লোকেশ রাহুল ও মার্কাস স্টোইনিস অবশ্য কিছুক্ষণ লড়াই চালিয়ে যান। কিন্তু লোকেশ (২৫) ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে লখনউয়ের প্রতিরোধ। ৭০ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর নামে ধস। স্টোইনিস (৩৬), দীপক হুডা (৫), নিকোলাস পুরান (১০),আয়ুশ বাদোনি (১৫),অ্যাশটন টার্নাররা (১৬) পরপর আউট হন। নাইট বোলারদের মধ্যে হর্ষিত রানা (৩-২৪), বরুণ চক্রবর্তী (৩-৩০), আন্দ্রে রাসেল (২-১৭), মিচেল স্টার্ক (১-২২), সুনীল নারিনরা (১-২২) সাফল্য পান।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য নাইটদের ব্যাটে মজুত ছিল ভরপুর বিনোদন। ৩৯ বলে ২০৭.৬৯ স্ট্রাইক রেটে নারিন করেন ৮১। গত মরশুমে নাইটদের ডুবিয়েছিল ওপেনিং জুটি। মেন্টর হয়ে আসার পর গৌতম গম্ভীর প্রথমেই জোর দিয়েছিলেন ওপেনিং মজবুত করার দিকে। ফিল সল্টের সঙ্গে নারিনকে দিয়ে ইনিংস শুরু করানোই বদলেছে কলকাতাকে। প্রায় প্রতি ম্যাচেই ঝোড়ো শুরু করছেন দু’জনে। এদিনও মাত্র ২২ বলে দলকে পঞ্চাশে পৌঁছে দিলেন তাঁরা। তবে সল্ট (১৪ বলে ৩২) বেশিক্ষণ টেকেননি। ৪.২ ওভারে স্কোরবোর্ড তখন ৬১-১। 
এরপর অংক্রিশ রঘুবংশীকে সঙ্গে নিয়ে দলকে টানেন নারিন। দ্বিতীয় উইকেটে ৪৬ বলে দু’জনে যোগ করেন ৭৯। এবারের প্রতিযোগিতায় তৃতীয় অর্ধশতরানে পৌঁছতে নারিন নেন মাত্র ২৭ বল। একসময় এই আসরে তাঁর দ্বিতীয় শতরান নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু তা হয়নি। তাঁর ইনিংসে ছিল সাতটা ছক্কা ও ছয়টি চার। 
তাৎপর্যের হল, এখনও পর্যন্ত নাইটদের সবচেয়ে সফল ক্রিকেটার নারিনই। গত তিন মরশুমে তাঁর গড় ছিল দশেরও কম। সেই নারিনের ব্যাটেই এবার এসেছে ৪৬১। অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট কোহলি (৫৪২) ও ঋতুরাজ গায়কোয়াড়ের (৫৪১) পর তৃতীয় স্থানে তিনি। পার্পল ক্যাপ পাওয়ার দৌড়েও রয়েছেন নারিন। বল হাতে এই ম্যাচের পর তাঁর সংগ্রহ ১৪ উইকেট। বোলিং-ব্যাটিং সবেতেই হয়ে উঠেছেন দলের সেরা পারফর্মার। এছাড়া কেকেআরের হয়ে সবচেয়ে বেশি ছক্কা তাঁর দখলেই। শিবিরের একমাত্র শতরানকারীও নারিন। সেরা ইকনমি রেটও তাঁর।
নারিন আর সল্ট ছাড়াও রান পান অংক্রিশ (২৬ বলে ৩২), রমনদীপ সিং (৬ বলে অপরাজিত ২৫), অধিনায়ক শ্রেয়স আয়ার (১৫ বলে ২৩)। তবে আন্দ্রে রাসেল (১২) ও রিঙ্কু সিং (১৬) হতাশ করেন। রমনদীপের দাপটে যদিও শেষ দুই ওভারে ওঠে ২৫। লখনউয়ের বোলারদের মধ্যে সফলতম নবীন উল-হক (৩-৪৯)। উইকেট পান রবি বিষ্ণোই (১-৩৩), যশ ঠাকুরও (১-৪৬)। চোটের জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন স্পিডস্টার মায়াঙ্ক যাদব। এদিন তাঁর পরিবর্তে লখনউয়ের এগারোয় আসেন যশ ঠাকুর। বাঁ হাতি পেসার মহসিন খান আবার চোটের জন্য দু’ওভারের বেশি বল করতে পারেননি। তাঁর জায়গায় কনকাসন সাব হয়ে আসেন যুধবীর সিং। দুই ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেটও নেন তিনি।

06th  May, 2024
মরণ-বাঁচন ম্যাচে চেন্নাইকে হারিয়ে প্লে-অফে বেঙ্গালুরু

অস্তিত্বের লড়াইয়ে বাজিমাত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর! শনিবার চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২৭ রানে হারালেন বিরাট কোহলিরা। বিশদ

নিজের পারফরম্যান্সে খুশি নন রোহিত

আইপিএলের চলতি আসরে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি, মেনে নিলেন রোহিত শর্মা। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়কের ব্যাটে এসেছে ৪১৭ রান।
বিশদ

ছন্দ বজায় রাখাই লক্ষ্য নাইটদের, প্রতিপক্ষ রাজস্থান

প্লে-অফের টিকিটের সঙ্গে ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে টেবিলের শীর্ষস্থানও। ১৩ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে আপাতত ১৯ পয়েন্ট।
বিশদ

ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে ‘ইমপ্যাক্ট’ নিয়ম, মত বিরাটের

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচনায় সম্প্রতি মুখর হয়েছিলেন রোহিত শর্মা। এবার ক্যাপ্টেনের সঙ্গে সুর মেলালেন বিরাট কোহলি। এক আলাপচারিতায় ভিকে বলেন, ‘রোহিতের সঙ্গে আমি সহমত পোষণ করছি। খেলায় বিনোদন অবশ্যই দরকার।
বিশদ

আজ সামনে পাঞ্জাব, দ্বিতীয় স্থানে চোখ হায়দরাবাদের

তিন বছর পর ফের আইপিএলের প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদ। স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে টগবগ করছেন প্যাট কামিন্সরা।
বিশদ

বিশ্বকাপ খেলতে ২৫ মে রওনা হবে ভারতীয় দল

প্রাথমিকভাবে ঠিক ছিল টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের প্রথম ব্যাচ আমেরিকা উড়ে যাবে ২১ মে। আইপিএলের প্লে-অফে যে দলগুলি ওঠেনি, তাতে থাকা ক্রিকেটাররা থাকবেন সেই তালিকায়। তবে সেই পরিকল্পনায় বদল আনা হয়েছে। রবিবার শেষ হবে আইপিএলের লিগ পর্ব।
বিশদ

গ্রামের টোটকায় যন্ত্রণা কমেছিল সুনীল ছেত্রীর

সেই রাতের কথা কখনও ভুলব না। ভারতের কোচ তখন বব হাউটন। দুবাইতে জাতীয় দলের প্রস্তুতি শিবিরে আমি আর সুনীল রুম পার্টনার। পায়ের বুড়ো আঙুলের যন্ত্রণায় মাঝেমধ্যেই ভুগত সুনীল। চিকিৎসকের পরামর্শে মুঠো মুঠো ওষুধ খেয়েও লাভ হয়নি।
বিশদ

 এক বছরের চুক্তিতে মহমেডানে চূড়ান্ত ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রাঙ্কা

দল গঠনে বড় চমক মহমেডান স্পোর্টিংয়ের। আগামী মরশুমে আইএসএলে সাদা-কালো জার্সি গায়ে খেলতে দেখা যাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার কার্লোস হেনরিকে ফ্রাঙ্কাকে।
বিশদ

আজ জিতলেই লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি

ইতিহাসের দোরগোড়ায় ম্যাঞ্চেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে টানা চারবার খেতাব জয়ের হাতছানি পেপ গুয়ার্দিওলা ব্রিগেডের সামনে।
বিশদ

ফাইনালে সাত্ত্বিক-চিরাগ

আরও একটি শিরোপার সামনে দাঁড়িয়ে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ব্যাংককে শনিবার থাইল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছলেন তাঁরা।
বিশদ

পাঞ্জাবের কাছে হেরে স্বপ্নভঙ্গ ইস্ট বেঙ্গলের

তীরে এসেও ডুবল তরি। পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে ৩-২ গোলে হেরে ডেভেলপমেন্ট লিগে রানার্স ইস্ট বেঙ্গল। খেতাবি লড়াইয়ে বিনো জর্জকে টেক্কা দিলেন শঙ্করলাল চক্রবর্তী। ‘অপরাজেয় চ্যাম্পিয়ন’ শব্দবন্ধই পাঞ্জাবের ধারাবাহিকতার প্রমাণ। 
বিশদ

সোনা জিতলেন নিখাত ও মিনাক্ষী

ভারতীয় বক্সিংয়ে ‘জয় হো’ স্লোগান। কাজাখস্তানে অনুষ্ঠিত ইলোর্দা কাপে দুরন্ত সাফল্য মেলে ধরলেন ভারতীয় বক্সাররা। মোট ১২টি পদক জিতলেন তাঁরা।
বিশদ

ভেটারেন্স স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন

সাধ্য কম, আন্তরিকতা প্রচুর। মূলত প্রাক্তন ফুটবলারদের সদিচ্ছা ভেটারেন্স স্পোর্টস ক্লাবের পাথেয়। সফলভাবে যুব টুর্নামেন্ট আয়োজন করলেন তারা।
বিশদ

প্যারিসে চোখ শিফতদের

হাংঝউ এশিয়াডে সোনা জেতেন শিফত কাউর সামরা। ভারতীয় শুটারের পাখির চোখ এবার প্যারিসে। ওলিম্পিকস ট্রায়ালে প্রত্যাশামতোই শীর্ষস্থানে রইলেন তিনি।
বিশদ

Pages: 12345

একনজরে
রাজেশ্বরা প্যাটেল, রামরতন রাম, রামসুন্দর দাস, রামবিলাস পাসোয়ান। এঁরা প্রত্যেকেই কোনও না কোনও সময়ে বিহারের হাজিপুর লোকসভার আসনের সাংসদ। কাকতালীয় হলেও এঁদের সবার নামে রয়েছে দুই হিন্দু দেবতার উল্লেখ। রাম অথবা শিব। ...

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ঠান্ডা পানীয় তৈরিতে দেদার ব্যবহৃত হচ্ছে মাছ, মাংস সংরক্ষণের বরফ! বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর শহর সহ প্রত্যেকটি ব্লকের বাজারগুলিতে থাকা মিষ্টি ও ঠান্ডা ...

ভোটের আগের রাতে কেতুগ্রামের চেঁচুড়িতে তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে ও বোমা মেরে খুন করেছিল দুষ্কৃতীরা। মৃত মিন্টু শেখের বন্ধু মিশির শেখ ওরফে নজরুল ইসলাম এখনও বহরমপুর মেডিক্যাল কলেজে জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ...

প্রায় আট বছর পর রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হল। ওই পদে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে নিয়োগ করা হয়েছে। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার রিয়েল স্টেট সংক্রান্ত ট্রাইব্যুনাল ‘রেরা’ গঠন করেছিল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমা, মেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থকড়ি আয় বাড়বে। ঝামেলা থেকে দূরে থাকুন। ধর্মে মতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯০: ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ও গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী হো চি মিনের জন্ম
১৯০৮: লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯০৪: ভারতের অগ্রণী শিল্পপতি ও টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজী টাটার মৃত্যু
১৯১৩: ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির জন্ম
১৯২২: বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী অমর পালের জন্ম
১৯৩৪: ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় লেখক রাসকিন বন্ডের জন্ম
১৯৩৮: অভিনেতা গিরীশ কারনাডের জন্ম
১৯৫৮: ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের মৃত্যু
১৯৭৪: চলচ্চিত্র অভিনেতা  নওয়াজুদ্দীন সিদ্দিকীর জন্ম
১৯৯৭: বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব শম্ভু মিত্রের মৃত্যু
২০০১: প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৫৩ টাকা ৮৪.২৭ টাকা
পাউন্ড ১০৪.২৩ টাকা ১০৭.৭১ টাকা
ইউরো ৮৯.২৯ টাকা ৯২.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৫,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ১৯ মে, ২০২৪। একাদশী ২২/১০  দিবা ১/৫১। হস্তা নক্ষত্র ৫৫/৪৩ রাত্রি ৩/১৬। সূর্যোদয় ৪/৫৮/৪৪, সূর্যাস্ত ৬/৭/২০। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৪ গতে ৯/২২ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ২/৩৭ মধ্যে। রাত্রি ৭/৩৪ মধ্যে পুনঃ ১০/২৮ গতে ১২/৩৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/২২ গতে ৫/১৫ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৬ মধ্যে। 
৫ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ১৯ মে, ২০২৪। একাদশী দিবা ১/২৪। হস্তা নক্ষত্র রাত্রি ৩/৫।সূর্যোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/১০। অমৃতযোগ দিবা ৬/৪২ গতে ৯/২২ মধ্যে ও ১২/৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ মধ্যে ও ১০/৩৪ গতে ১২/৪০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩২ গতে ৫/২৪ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১৩ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৬ মধ্যে। 
১০ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কল্যাণী ও হরিণঘাটার বিভিন্ন বুথে যাওয়ার জন্য কল্যাণী মহাবিদ্যালয়ের ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন

12:39:00 PM

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর মহাবিদ্যালয় সংলগ্ন মাঠে সিপিএমের জনসভা, রয়েছেন মহম্মদ সেলিম

12:37:33 PM

বালিবোঝাই মেশিন ভ্যানে ধাক্কা মারল ট্রেন
পাঁশকুড়া-দীঘা লাইনের নাচিন্দায় বিকল হয়ে যাওয়া বালিবোঝাই মেশিন ভ্যানে ধাক্কা ...বিশদ

12:37:00 PM

সুন্দরবন উপকূল এলাকায় চোরা শিকারির আক্রমণে মৃত্যু হল এক বনকর্মীর

12:32:43 PM

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে একটি যাত্রীবাহী বাসে আচমকাই আগুন

11:18:51 AM

গড়িয়াহাট এলাকায় প্রচারে মালা রায়

11:18:00 AM